মুম্বই: চলে গেলেন বলি অভিনেতা শেহনওয়াজ প্রধান। মুখ্য চরিত্রে দেখা না গেলেও বিভিন্ন ছবি এবং ওয়েব সিরিজে তাঁর অভিনয় উচ্চ প্রশংসা পেয়ে এসেছে। সে ‘মির্জাপুর’ হোক বা ‘ফ্যান্টম’, ‘রইস’ হোক বা ‘টোটা ওয়েডস ময়না’। শেহনওয়াজকে নামে না চিনলেও মুখে চেনেন সকলেই। ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সেই অভিনেতা।
একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুক্রবার রাতে। হঠাৎ বুকে ব্যথা করতে শুরু করে। আচমকা সেখানেই জ্ঞান হারান শেহনওয়াজ। সঙ্গে সঙ্গে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কাউকে সময় না দিয়েই চলে গেলেন অভিনেতা।
আরও পড়ুন: না পাঠানো চিঠি রয়েছে বাড়িতে, আর হয়তো দেওয়াও হবে না: দিতিপ্রিয়া-সুহোত্রর প্রেমপত্রের গল্প
আরও পড়ুন: বাঘের কবলে টাইগার-অক্ষয়ের মেকআপ আর্টিস্ট! হাসপাতালে যুদ্ধ করছেন ২৭ বছরের তরুণ
টেলিভিশন অভিনেত্রী সুরভী তিওয়ারিও ঘটনাচক্রে সেই সময়ে ওই হাসপাতালেই ছিলেন। তাঁর ভাইয়ের চিকিৎসা চলছিল সেখানেই। তিনি হঠাৎ দেখতে পান শেহনওয়াজকে নিয়ে এসে তাঁর ভাইয়ের পাশের বেডেই শোওয়ানো হয়। অভিনেত্রী শুনতে পান, চিকিৎসকরা বলছেন, অভিনেতার পালস পাওয়া যাচ্ছে না। কোনওরকম চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। আর সেখানেই সুরভী জানতে পারেন, কয়েক মাস আগেই বাইপাস সার্জারি হয়েছিল অভিনেতার। গোটা ঘটনাটির কথা সুরভী জানান এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে।
‘বন্দিস ব্যান্ডিটস’ তারকা রাজেশ তাইলাং ‘মির্জাপুর’-এ শেহনওয়াজের সঙ্গে কাজ করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার ছবি পোস্ট করে শোকবার্তা জানান। ‘গঙ্গাজল’-এর অভিনেতা যশপাল শর্মাও জানিয়েছেন, তিনি ওই সময়ে সেই অনুষ্ঠানে ছিলেন। এবং পুরস্কার গ্রহণ করার পরেই অসুস্থ হয়ে পড়েন শেহনওয়াজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor Death, Bollywood actor, Mirzapur