Leopard Attacks Make Up Artist: বাঘের কবলে টাইগার-অক্ষয়ের মেকআপ আর্টিস্ট! হাসপাতালে যুদ্ধ করছেন ২৭ বছরের তরুণ
- Published by:Teesta Barman
Last Updated:
Leopard Attacks Make Up Artist: প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স জানান, মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়েছে। কারণ এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। ফিল্মসিটিতে এত এত ঘনঘন বাঘ ঢুকে পড়লে কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
মুম্বই: ভয়ানক দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা। সম্প্রতি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আগামী ছবি 'বড়ে মিয়া ছোটে মিয়া'-তে কাজ করেছেন মেকআপ আর্টিস্ট হিসেবে। শ্যুটিং থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
ছবির শ্যুটিং সেরে নিজের বাইকে অন্য এক বন্ধুকে বাড়ি ছাড়তে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই বাঘ হামলা করে ২৭ বছরের তরুণের উপর। আপাতত তিনি হাসপাতালে। চিকিৎসা চলছে। জানা গিয়েছে, তাঁর যাবতীয় চিকিৎসার খরচ বহন করছে ছবির প্রযোজনা সংস্থা।
advertisement
advertisement
অক্ষয় এবং টাইগার ছাড়াও 'বড়ে মিয়া ছোটে মিয়া' ছবিতে কাজ করছেন জাহ্নবী কাপুর, মালয়ালাম ছবির সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। সেই ছবিরই শ্যুটিং চলছে এখন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শ্রাবণ নিজেই বলেন, "শ্যুটিং লোকেশন থেকে একটু দূরে এক বন্ধুকে বাড়ি ছাড়তে গিয়েছিলাম। ফেরার পথে দেখলাম, একটি শূকর রাস্তা পেরোল। দেখেই ভাবলাম, তাড়াতাড়ি গাড়ি চালাতে হবে। যেই বাইকেই গতি বাড়িয়েছি, অমনি দেখি শূকরটাকে তাড়া করছে একটা বাঘ। মুখোমুখি ধাক্কা লাগে বাঘটার সঙ্গে। তার পর যেটুকু মনে আছে, আমি বাইক থেকে পড়ে যাই আর আমার চারদিকে বাঘটা ঘোরাফেরা করছে।"
advertisement
এরপর শ্রাবণের আর কিছু মনে নেই। সম্ভবত তাঁকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যান স্থানীয়রাই।
প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স সুরেশ শ্যামলাল গুপ্তা জানালেন, মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানানো হয়েছে। কারণ এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে। ফিল্মসিটিতে এত এত ঘনঘন বাঘ ঢুকে পড়লে কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই এলাকায় নাকি রাস্তার আলোও বিশেষ থাকে না। যার ফলে দুর্ঘটনা ঘটে। এই সমস্ত বিষয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 12:04 PM IST