Pandit Vijay Kichlu Death: প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী পণ্ডিত বিজয় কিচলু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
- Reported by:Onkar Sarkar
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পদ্মশ্রী- র পাশাপশি সঙ্গীত নাটক আকাদেমি- সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী পণ্ডিত বিজয় কিচলু। শুক্রবার শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থতার জেরে হাঁসফাঁস করেছিলেন শিল্পী। চিকিৎসা শুরুর আগেই সন্ধ্যা ৬টা ২০ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩।
বর্ষীয়ান শিল্পী বিজয় কিচলু দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর কোমর্বিডিটি, হার্টের সমস্যা এবং নিউমোনিয়ার সমস্যা ছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে হৃদজনিত সমস্যা নিয়ে দু' সপ্তাহের জন্য এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার ফের সমস্যা শুরু হয়। তখনই তাঁকে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় হাসপাতালে। তবে সেখানে আর শেষ রক্ষা হয়নি। ৯৩ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
advertisement
advertisement
শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।…. অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধ প্রতিষ্ঠ। তাঁর প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।’
advertisement
সঙ্গীত জগতের অন্যতম নাম পণ্ডিত বিজয় কিচলু। পদ্মশ্রী- র পাশাপশি সঙ্গীত নাটক আকাদেমি- সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি তৈরিতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৩০ সালে বর্তমানের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরায় জন্ম গ্রহণ করেন পণ্ডিত বিজয় কিচলু। প্রথমে নাথু রাম শর্মার কাছে তালিম নেন তিনি। তারপর মইনুদ্দিন দাগর ও আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। আগ্রা ঘরানার সংগীতেরও প্রশিক্ষণ নিয়েছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই শিল্পী।
advertisement
শাস্ত্রীয় সংগীত জগতে বিজয় কিচলুর নাম প্রথম সারিতে আসে। তাঁর হাত ধরেই তৈরি হয়েছে আইটিসি মিউজিক অ্যাকাডেমি। প্রায় ২৫ বছর ধরে তিনি এই অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, সংগীত রিসার্চ অ্যাকাডেমিরও প্রতিষ্ঠাতা ছিলেন পণ্ডিত বিজয় কিচলু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2023 2:20 AM IST










