Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না

Last Updated:

Bollywood : পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন

বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে
মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে। ভারতের মধ্যযুগীয় প্রখ্যাত সুফী সাধকের ভূমিকায় তাঁর ফার্স্ট লুক প্রকাশিত। ধর্মেন্দ্র অভিনয় করবেন "তাজ : ডিভাইডেড বাই ব্লাড" সিরিজে। ইতিহাসনির্ভর এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন সেলিম চিস্তীর চরিত্রে।
সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন "তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।" পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।
advertisement
advertisement
মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।
advertisement
এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement