Bollywood : অতীতে বলিউড কাঁপানো নায়ক আজ সুফী সাধক! দেখুন তো চিনতে পারেন কি না
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bollywood : পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন
মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এ বার ধরা দিলেন সেলিম চিস্তীর রূপে। ভারতের মধ্যযুগীয় প্রখ্যাত সুফী সাধকের ভূমিকায় তাঁর ফার্স্ট লুক প্রকাশিত। ধর্মেন্দ্র অভিনয় করবেন "তাজ : ডিভাইডেড বাই ব্লাড" সিরিজে। ইতিহাসনির্ভর এই ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন সেলিম চিস্তীর চরিত্রে।
সামাজিক মাধ্যমে নিজের ছবি শেয়ার করে প্রবীণ অভিনেতা লেখেন "তাজ ডিভাইডেড বাই ব্লাড সিরিজে আমি শেখ সেলিম চিস্তীর ভূমিকায় অভিনয় করছি। তিনি একজন সুফী সাধক ছিলেন। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনাদের শুভেচ্ছা কাম্য।" পরে তিনি সেলিমবেশে নিজের আরও একটি ছবি শেয়ার করেন।
আরও পড়ুন : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক
advertisement
advertisement
Friends, i am playing Shaikh Slim Chishti ….a sufi saint, in film Taaj. A small but an important role………need your good wishes 🙏 pic.twitter.com/IQpAoaS67y
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
মূলত সম্রাট আকবরের শাসনকালের উপর নির্ভর করে এই সিরিজে আকবরের চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ। তিনি মুঘল রাজবংশের সার্থক উত্তরসূরী খুঁজে চলেছেন জীবনের এই পর্বে। রোনাল্ড স্ক্যালপেল্লোর পরিচালনায় এই সিরিজে আনারকলি হয়েছেন অদিতি রাও হায়দরি। যুবরাজ সেলিমের ভূমিকায় দেখা যাবে অসীম গুলাটিকে। পাশাপাশি অভিনয় করবেন সন্ধ্যা মৃদুল, রাহুল বোস এবং শুভম কুমার মেহরা। সিরিজটি দেখা যাবে জি ফাইভ-এ।
advertisement
an other look…… hope you like it. pic.twitter.com/TsYlHBKXXt
— Dharmendra Deol (@aapkadharam) February 15, 2023
এই সিরিজ ছাড়াও ধর্মেন্দ্র অভিনয় করবেন 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে। এই ছবিতে করণ জোহরকে আবার পাওয়া যাবে পরিচালক হিসেবে। রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ২৮ জুলাই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 8:28 PM IST