ইএম বাইপাসের ধারে এক গ্যারেজে ভয়াবহ আগুন! দাউদাউ জ্বলছে এলাকা...বহু গাড়ি পুড়ে ছাই!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
EM Bypass Fire:কলকাতার আরুপোতায় একটি গ্যারাজে ভয়াবহ আগুন লাগে, ১০-১২টি গাড়ি ভস্মীভূত। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই, আগুন লাগার কারণ অজানা।
কলকাতা: ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় শনিবার সকালে আচমকা ভয়াবহ আগুন লাগে একটি গ্যারাজে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে একাধিক গাড়ি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।
প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর মেলেনি, তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আরুপোতার ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গ্যারাজ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। কাছে যেতেই চোখে পড়ে, একের পর এক গাড়িতে ছড়িয়ে পড়ছে আগুন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
advertisement
advertisement

advertisement
প্রতীকী ছবি
দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ৮ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে। দ্রুত তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বাইরে থেকে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে, তবে পুরোপুরি নিভতে এখনও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
advertisement
স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় অন্তত ১০-১২টি গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। আগুন লাগার কারণ জানতে দমকল তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এর আগে নারকেলডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দমকলের ১৬টি ইঞ্জিনের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে, তবে প্রাণ হারান এক ব্যক্তি। এই ঘটনার জেরে স্থানীয় কাউন্সিলরকে শো কজ় করা হয়েছিল তৃণমূলের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 12:17 PM IST