West Bengal Assembly Election: বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল কমিশন, এসআইআর পর্বেই ইভিএম-এর প্রথম দফার চেকিং পর্ব
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে এই বিশেষ কর্মসূচি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ইভিএম-এর চেকিং নিয়ে কমিশনের বিশেষজ্ঞ রাও থাকবেন এই আলোচনা শিবিরে।
কলকাতা: আর বাকি কয়েকটা মাত্র মাস৷ সামনে বছরের শুরু থেকেই শুরু হয়ে যাবে বঙ্গে বিধানসভা ভোটের তোড়জোড়। রাজনৈতিক দলগুলি তো ইতিমধ্যেই তৃণমূলস্তরে সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে, কষতে শুরু করে দিয়েছে রাজনীতির অঙ্ক৷ এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও। এসআইআর পর্বেই ইভিএম-এর প্রথম দফার চেকিং পর্ব ও প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলে কমিশন সূত্রের খবর। আজ, শুক্রবার বিশেষ কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশনের।
রাজ্যের সব জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে এই বিশেষ কর্মসূচি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ইভিএম-এর চেকিং নিয়ে কমিশনের বিশেষজ্ঞ রাও থাকবেন এই আলোচনা শিবিরে।
advertisement
advertisement
জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনারের উপস্থিতিতেই সকাল ১০টা থেকে শুরু হবে এই প্রশিক্ষণ কর্মসূচি জাতীয় নির্বাচন কমিশনের। আলোচনা হতে পারে রাজ্যে চলতে থাকা এস আই আর নিয়েও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 21, 2025 11:52 AM IST

