Delhi Student Incident: বন্ধুরা ফাঁস করল আরও কথা...৬ মাস ধরে লাগাতার হেনস্থা! দিল্লির ছাত্রের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ৪ শিক্ষক

Last Updated:

ওই ছাত্রের পরিবারের অভিযোগ, যে কোনও ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের ছেলেকে উল্টোপাল্টা অপমানজনক কথাবার্তা বলতেন শিক্ষকেরা৷ এমনকি, ছেলের সমস্যার কথা শুনে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলেন তিনি, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি৷

News18
News18
নয়াদিল্লি: স্কুলের তিন শিক্ষক এবং প্রিন্সিপালের বিরুদ্ধে লাগাতার মানসিক হেনস্থার অভিযোগ তুলে দিল্লিতে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণির এক ছাত্র৷ সেন্ট কলাম্বিয়া স্কুলের সেই ঘটনা ঘিরে রীতিমতো উত্তাল পরিস্থিতি৷ অভিভাবকদের লাগাতার বিক্ষোভের জেরে অবশেষে এফআইআরে থাকা চার শিক্ষককে সাসপেন্ড করলেন স্কুল কর্তৃপক্ষ৷
স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের বিরুদ্ধে ক্রমাগত হেনস্থার অভিযোগ তুলে দিল্লির এক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্র৷ তার ব্যাগের ভিতরে রাখা ছিল একটি স্যুইসাইড নোট৷ সেটি উদ্ধার করা হয়েছে৷ চিঠিতে ১৬ বছরের ওই ছাত্র জানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল এবং তিন শিক্ষক তাকে চূড়ান্ত হেনস্থা করছিল৷
ওই ছাত্রের পরিবারের অভিযোগ, যে কোনও ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের ছেলেকে উল্টোপাল্টা অপমানজনক কথাবার্তা বলতেন শিক্ষকেরা৷ এমনকি, ছেলের সমস্যার কথা শুনে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলেন তিনি, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি৷
advertisement
advertisement
মৃত ছাত্রের বন্ধুরা দাবি করেছে, ছেলেটি এর আগেও আত্মহত্যার প্রবণতার কথা জানিয়ে কাউন্সেলিং চেয়েছিল৷ সে  বলেছিল, প্রায় ৬ মাস ধরে তাঁকে হেনস্থা করা হচ্ছে৷ ড্রামা রিহার্সালের সময় একটি নাচের প্র্যাকটিস চলাকালীন সে পড়ে যায়, তা নিয়ে ওই ছাত্রকে সবার সামনে অপমান করেন এক শিক্ষক৷ সেই সময় প্রিন্সিপালও লেখানে উপস্থিত ছিলেন৷ ছাত্রটি কাঁদতে শুরু করায় বলা হয়, ‘‘যত খুশি কাঁগতে পারো, আমার কিছু এসে যায় না৷’’
advertisement
চরম পদক্ষেপ করার আগের কয়েক ঘণ্টাও সে ভয়ঙ্কর স্ট্রেসে ছিল বলে জানিয়েছে তার বন্ধুরা৷ শেষ চিঠিতে ওই ছাত্র লিখেছে, ‘‘সরি মা, এতবার তোমার মনে দুঃখ দিয়েছি৷ এই শেষবারের মতো দেব৷ কী আর বলব, টিচাররা এরকমই৷’’
advertisement
গোটা ঘটনায় স্কুলের অন্দরে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার বিষয় নিয়ে ঘোরতর উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Student Incident: বন্ধুরা ফাঁস করল আরও কথা...৬ মাস ধরে লাগাতার হেনস্থা! দিল্লির ছাত্রের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ৪ শিক্ষক
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement