Delhi Student Incident: বন্ধুরা ফাঁস করল আরও কথা...৬ মাস ধরে লাগাতার হেনস্থা! দিল্লির ছাত্রের মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ৪ শিক্ষক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ওই ছাত্রের পরিবারের অভিযোগ, যে কোনও ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের ছেলেকে উল্টোপাল্টা অপমানজনক কথাবার্তা বলতেন শিক্ষকেরা৷ এমনকি, ছেলের সমস্যার কথা শুনে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলেন তিনি, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি৷
নয়াদিল্লি: স্কুলের তিন শিক্ষক এবং প্রিন্সিপালের বিরুদ্ধে লাগাতার মানসিক হেনস্থার অভিযোগ তুলে দিল্লিতে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণির এক ছাত্র৷ সেন্ট কলাম্বিয়া স্কুলের সেই ঘটনা ঘিরে রীতিমতো উত্তাল পরিস্থিতি৷ অভিভাবকদের লাগাতার বিক্ষোভের জেরে অবশেষে এফআইআরে থাকা চার শিক্ষককে সাসপেন্ড করলেন স্কুল কর্তৃপক্ষ৷
স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকদের বিরুদ্ধে ক্রমাগত হেনস্থার অভিযোগ তুলে দিল্লির এক মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্র৷ তার ব্যাগের ভিতরে রাখা ছিল একটি স্যুইসাইড নোট৷ সেটি উদ্ধার করা হয়েছে৷ চিঠিতে ১৬ বছরের ওই ছাত্র জানিয়েছে, স্কুলের প্রিন্সিপাল এবং তিন শিক্ষক তাকে চূড়ান্ত হেনস্থা করছিল৷
ওই ছাত্রের পরিবারের অভিযোগ, যে কোনও ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের ছেলেকে উল্টোপাল্টা অপমানজনক কথাবার্তা বলতেন শিক্ষকেরা৷ এমনকি, ছেলের সমস্যার কথা শুনে বারবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছিলেন তিনি, কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি৷
advertisement
advertisement
মৃত ছাত্রের বন্ধুরা দাবি করেছে, ছেলেটি এর আগেও আত্মহত্যার প্রবণতার কথা জানিয়ে কাউন্সেলিং চেয়েছিল৷ সে বলেছিল, প্রায় ৬ মাস ধরে তাঁকে হেনস্থা করা হচ্ছে৷ ড্রামা রিহার্সালের সময় একটি নাচের প্র্যাকটিস চলাকালীন সে পড়ে যায়, তা নিয়ে ওই ছাত্রকে সবার সামনে অপমান করেন এক শিক্ষক৷ সেই সময় প্রিন্সিপালও লেখানে উপস্থিত ছিলেন৷ ছাত্রটি কাঁদতে শুরু করায় বলা হয়, ‘‘যত খুশি কাঁগতে পারো, আমার কিছু এসে যায় না৷’’
advertisement
চরম পদক্ষেপ করার আগের কয়েক ঘণ্টাও সে ভয়ঙ্কর স্ট্রেসে ছিল বলে জানিয়েছে তার বন্ধুরা৷ শেষ চিঠিতে ওই ছাত্র লিখেছে, ‘‘সরি মা, এতবার তোমার মনে দুঃখ দিয়েছি৷ এই শেষবারের মতো দেব৷ কী আর বলব, টিচাররা এরকমই৷’’
advertisement
গোটা ঘটনায় স্কুলের অন্দরে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার বিষয় নিয়ে ঘোরতর উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
November 21, 2025 11:25 AM IST

