Earthquake in Bangladesh: বাংলাদেশই ভূমিকম্পের কেন্দ্র! ঢাকায় কয়েক সেকেন্ড ধরে টানা ঝাঁকুনি...কম্পনের জের এসে পৌঁছল কলকাতাতেও

Last Updated:

বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রের খবর, ঢাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর কাছে মাটি থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের ভরকেন্দ্র৷ ইউরোপীয়ন মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার, EMSC অনুযায়ী রিখটার স্কেলে বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা ছিল ৬৷

News18
News18
ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অংশ৷ যে কম্পনের টের পৌঁছল পশ্চিমবঙ্গের কলকাতাতেও৷ শুক্রবার স্থানীয় সময় ১০টা বেজে ৩৮ মিনিট নাগাদ হঠাৎ করেই থরথর করে কাঁপতে শুরু করে পায়ের নীচের জমি৷ বাড়িঘর তো বটেই আতঙ্কে বহুতল থেকে রাস্তায় নেমে পড়েন অনেকে৷ ৪০ সেকেন্ড এই ভূমিকম্প স্থায়ী হয়েছিল বলে জানা গিয়েছে৷
বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলো সূত্রের খবর, ঢাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর কাছে মাটি থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের ভরকেন্দ্র৷ ইউরোপীয়ন মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার, EMSC অনুযায়ী রিখটার স্কেলে বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা ছিল ৬৷
বাংলাদেশের চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
advertisement
advertisement
অন্যদিকে, কলকাতায় ভূমিকম্পন অনুভূত হয় বেলা ১০টা বেজে ১০ মিনিট নাগাদ৷ আতঙ্কে বহুতল থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন মানুষ৷ অনুভূত ভূমিকম্পের মাত্রা ৫.৭ ছিল বলে জানা গিয়েছে৷ কলকাতা ও পাশ্ববর্তী জেলা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘালয়ে ভূমিকম্পন অনুভূত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Earthquake in Bangladesh: বাংলাদেশই ভূমিকম্পের কেন্দ্র! ঢাকায় কয়েক সেকেন্ড ধরে টানা ঝাঁকুনি...কম্পনের জের এসে পৌঁছল কলকাতাতেও
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement