Election Commission: ভোটের আগেই বাতিল হবে অনুমোদন? কমিশনের নজরে রাজ্যের ১২টি রাজনৈতিক দল, এল বড় নির্দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
যে ১২টি রাজনৈতিক দলের কথা ওই চিঠিতে বলা হয়েছে, সেগুলি রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে কমিশনে নথিভুক্ত রয়েছে৷
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই অনুমোদন বাতিল হতে পারে রাজ্যের ১২টি রাজনৈতিক দলের৷ ওই ১২টি রাজনৈতিক দলকে শো কজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন৷ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ ওই রাজনৈতিক দলগুলিকে নিজেদের বক্তব্য শোনার সুযোগও দেবে নির্বাচন কমিশন৷
যে ১২টি রাজনৈতিক দলের কথা ওই চিঠিতে বলা হয়েছে, সেগুলি রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসেবে কমিশনে নথিভুক্ত রয়েছে৷ কমিশনে নথিভুক্ত থাকলেও ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে এই দলগুলি অমশ নেয়নি৷ এই কারণেই ওই রাজনৈতিক দলগুলিকে শো কজ করে তাঁদের প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে বক্তব্য শুনতে চায় কমিশন৷ তার জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে৷
advertisement
এর পরই রাজনৈতিক দলগুলির অনুমোদন বাতিল হবে কি না, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হবে৷ তার পর একমাসের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে জাতীয় নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাতে হবে৷
advertisement
যে ১২টি রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে, তার মধ্যে রয়েছে অম্বেদকরবাদী পার্টি, গ্লোবাল পিপল পিস পার্টি, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি, মাই হি ভারত, ন্যাশনাল কনফেডারেসি অফ ইন্ডিয়া, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস পার্টি, রাইট পার্টি অফ ইন্ডিয়ার মতো বেশ কিছু দল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 7:25 PM IST