SIR in West Bengal: বিহারের সঙ্গে এত মিল! বাংলায় SIR-এর আগে নমুনা সমীক্ষায় কী তথ্য পেল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রতিটি জেলা থেকে ৫টি করে বিধানসভার স্যাম্পেল চেকিং করার কথা বলেছিল সিইও দফতর। তাতেই ভোটার তালিকা নিয়ে এই তথ্য মিলেছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
২০০২ সালের ভোটার তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ মিল!রাজ্যে শেষ স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন হয়েছিল ২০০২ সালে। নির্বাচন কমিশনের সমীক্ষাতেই উঠে এল এই তথ্য৷
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ২০০২ সালের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর হওয়ার পর সেই ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ২০০২ সালে এসআইআর হওয়ার পর যে ভোটার তালিকা এবং তার সঙ্গে বর্তমান ভোটার তালিকার মধ্যে কী মিল রয়েছে তার জন্য নমুনা সমীক্ষা বা স্যাম্পেল সার্ভে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের করতে বলেছিল সিইও দফতর।
advertisement
প্রতিটি জেলা থেকে ৫টি করে বিধানসভার স্যাম্পেল চেকিং করার কথা বলেছিল সিইও দফতর। তাতেই ভোটার তালিকা নিয়ে এই তথ্য মিলেছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
advertisement
বিহারেও এসআইআর হওয়ার আগে নমুনা সমীক্ষায় এই তথ্য উঠে এসেছিল। এবার এই রাজ্যে এসআইযআর হওয়ার আগে এই তথ্যই উঠে এল কমিশনের নমুনা সমীক্ষায়। জাতীয় নির্বাচন কমিশনকে এই রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 10:57 PM IST