Election Commission: SIR নিয়ে ‘ভয়’! কেন কেউ হতেই চাইছেন না BLO, এমনই রিপোর্ট আসছে CEO দফতরে

Last Updated:

ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ইআরও নেটে যেসব বিএল ওর নাম তোলা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি কারো নাম বাদ দিতে হয় উপযুক্ত তথ্যসহ আবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশন খতিয়ে দেখবে আবেদনকারী বি এল এর দায়িত্ব পালন করতে শারীরিকভাবে কতটা অপারগ।

News18
News18
কলকাতা: বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে দায়িত্ব নিতে অনীহা! রাজ্যে বর্তমানে ৮০ হাজার ৬৮১টি বুথ রয়েছে। প্রতিটি বুথের জন্য বি এল ও এখনও পর্যন্ত নিয়োগ করা যায়নি। নির্বাচন কমিশনের পোর্টালে বিএলও হিসেবে এখনও পর্যন্ত রাজ্যের ৫০ হাজারেরও কিছু বেশি নাম নথিভুক্ত হয়েছে। এখনও পর্যন্ত ২৫ হাজারেরও বেশি বিএলও নিয়োগ করা যায়নি। অনেকেই বিএল ও হিসাবে নিয়োগ পত্র নিতে চাইছেন না। এমনই রিপোর্ট আসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
advertisement
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য স্পেশাল ইনটেন্সিভ রিভিশন হলে বিএলও-দের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। সরকারি কর্মী থেকে শুরু করে স্থায়ী শিক্ষক হতে হবে বিএলও হিসাবে নিয়োগপত্র নিতে গেলে। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই নির্দেশিকা পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিএলও হিসেবে দায়িত্ব না নিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
advertisement
advertisement
আরও পড়ুন: বেকসুর খালাস! কোর্ট রুমে কেঁদে ভাসালেন সাধ্বী প্রজ্ঞা, বললেন, ‘আমি তো সেই প্রথম থেকেই বলছি…’
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে বিএলও-দের অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের হাতেই রয়েছে। বুথ লেভেল অফিসারদের দায়িত্ব নিয়ে জেলাশাসকদের ফের কড়া বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। কাউকে বিএলও -এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না। দিতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কড়া বার্তা সিইও র। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়ার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নেবে।
advertisement
ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ইআরও নেটে যেসব বিএল ওর নাম তোলা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি কারো নাম বাদ দিতে হয় উপযুক্ত তথ্যসহ আবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশন খতিয়ে দেখবে আবেদনকারী বি এল এর দায়িত্ব পালন করতে শারীরিকভাবে কতটা অপারগ।
advertisement
এছাড়াও, অন্য কোনও আইনি সমস্যা রয়েছে কি না সেটাও দেখবে। নিশ্চিত হলে তবেই ছাড় দেওয়ার অনুমতি পেতে পারে। বি এল ওদের ওপর রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে বলেই কি এই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর?
advertisement
একাধিক বিএলও তাদের কাজ করতে চাইছেন না বলেই সিইও দফতরে রিপোর্ট আসছে। প্রসঙ্গত, রাজ্যের special intensive রিভিশন (SIR) হলে বি এল ওদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: SIR নিয়ে ‘ভয়’! কেন কেউ হতেই চাইছেন না BLO, এমনই রিপোর্ট আসছে CEO দফতরে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement