নিয়ন্ত্রণ থাকবে কমিশনের হাতে....ইচ্ছে হলেই BLO-দের দেওয়া যাবে না অব্যাহতি! জেলাশাসকদের কাছে গেল স্পষ্ট বার্তা

Last Updated:

ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ইআরও নেটে যেসব বিএল ওর নাম তোলা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি কারো নাম বাদ দিতে হয় উপযুক্ত তথ্যসহ আবেদন কমিশনে পাঠাতে হবে। কমিশন খতিয়ে দেখবে আবেদনকারী বি এল এর দায়িত্ব পালন করতে শারীরিকভাবে কতটা অপারগ।

News18
News18
কলকাতা: বিএলওদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের রয়েছে। বুথ লেভেল অফিসারদের দায়িত্ব নিয়ে জেলাশাসকদের ফের কড়া বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। কাউকে বিএলও এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না। দিতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিক অথবা সিইও-র। স্পষ্টস জানিয়ে দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়ার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নেবে।
advertisement
advertisement
ইতিমধ্যেজানিয়ে দেওয়া হয়েছে, ইআরও নেটে যেসব বিএল ওর নাম তোলা হয়েছে তা অপরিবর্তিত থাকবে। যদি কারো নাম বাদ দিতে হয় উপযুক্ত তথ্যসহ আবেদন কমিশনে পাঠাতে হবেকমিশন খতিয়ে দেখবে আবেদনকারী বি এল এর দায়িত্ব পালন করতে শারীরিকভাবে কতটা অপারগ
advertisement
এছাড়াও, অন্য কোন আইনি সমস্যা রয়েছে কি না সেটাও দেখবেনিশ্চিত হলে তবেই ছাড় দেওয়ার অনুমতি পেতে পারেবি এল ওদের ওপর রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে বলেই কি এই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর?
advertisement
একাধিক বিএলও তাদের কাজ করতে চাইছেন না বলেই সিইও দফতরে রিপোর্ট আসছেপ্রসঙ্গত রাজ্যের special intensive রিভিশন (SIR) হলে বি এল ওদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিয়ন্ত্রণ থাকবে কমিশনের হাতে....ইচ্ছে হলেই BLO-দের দেওয়া যাবে না অব্যাহতি! জেলাশাসকদের কাছে গেল স্পষ্ট বার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement