Indian Railways: একটা পার্সেল আসছিল ট্রেনে...একটুর জন্য আটকে গেল বিরাট ঘটনা! এবার কড়া ব্যবস্থা শিয়ালদহে

Last Updated:
বিশেষ করে পণ্য পরিবহণের জন্যে পার্সেল বিশেষ করে নজর দিতে বলা হয়। তাই এবার শিয়ালদহ স্টেশনে বসানো হল বিশালাকার পার্সেল স্ক্যানার। ২০ সেকেন্ডের মধ্যে ওজন ও এক্স রে হয়ে যাচ্ছে পণ্যের। ডিভিশনের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও ধরনের বিস্ফোরক ধরা পড়বে এই স্ক্যানারে। প্রতিদিন তিনটে শিফটে প্রায় ৮ জন করে RPF মোতায়েন করা হয় এই সব লাগেজ পরীক্ষার জন্যে।
1/7
ট্রেনে করে যে শুধুমাত্র যে আমরা এক জায়গা থেকে অন্যত্র যাই তা নয়৷ ট্রেনে করে বহু পার্সেল, চিঠি ইত্যাদিও এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়৷  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ট্রেনে করে যে শুধুমাত্র যে আমরা এক জায়গা থেকে অন্যত্র যাই তা নয়৷ ট্রেনে করে বহু পার্সেল, চিঠি ইত্যাদিও এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
2/7
সেই রকমই একটা আপাত দৃষ্টিতে নির্দোষ দেখতে পার্সেল ঘটিয়ে দিতে যাচ্ছিল ভয়ঙ্কর ঘটনা৷ বিস্ফোরণে উড়ে যেত গোটা ট্রেনটাই৷
সেই রকমই একটা আপাত দৃষ্টিতে নির্দোষ দেখতে পার্সেল ঘটিয়ে দিতে যাচ্ছিল ভয়ঙ্কর ঘটনা৷ বিস্ফোরণে উড়ে যেত গোটা ট্রেনটাই৷
advertisement
3/7
২০২২ সালের জুন মাসের ঘটনা৷ সেকেন্দ্রাবাদ থেকে দারভাঙ্গা আসছিল একটি ট্রেন৷ সেই ট্রেনে করেই আসছিল একটি পার্সেল৷ সেই পার্সেলের ভিতরেই ঠাসা ছল বিস্ফোরক৷ তাতে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় NIA তদন্ত করছে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জন LЕT সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ২০২২ সালের জুন মাসের ঘটনা৷ সেকেন্দ্রাবাদ থেকে দারভাঙ্গা আসছিল একটি ট্রেন৷ সেই ট্রেনে করেই আসছিল একটি পার্সেল৷ সেই পার্সেলের ভিতরেই ঠাসা ছল বিস্ফোরক৷ তাতে বিস্ফোরণের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় NIA তদন্ত করছে এবং এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জন LЕT সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।  Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/7
সেই কারণে পার্সেল চেকিংয়ে এবার বিশেষ নজর দিতে চাইছে ভারতীয় রেলওয়ে৷ NIA এই ঘটনার সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসবাদের দিকটিও খতিয়ে দেখছে। তারা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] সেই কারণে পার্সেল চেকিংয়ে এবার বিশেষ নজর দিতে চাইছে ভারতীয় রেলওয়ে৷ NIA এই ঘটনার সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসবাদের দিকটিও খতিয়ে দেখছে। তারা ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।  Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/7
 রেল নিরাপত্তায় ‘পার্সেল স্ক্যানার’ পূর্ব ভারতে প্রথম, দেশে তৃতীয়। ডিজিটাল এক্স রে লাগেজ স্ক্যানার ব্যবস্থা চালু হল শিয়ালদহ স্টেশনে। যাত্রী সংখ্যার নিরিখে অত্যন্ত ব্যস্ত স্টেশন হল শিয়ালদহ। প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। দৈনিক ২০০ টন ওজনের পণ্য পরিবহণ হয় এই স্টেশন থেকে। আগে এই স্টেশনে ম্যানুয়ালি পণ্য চেকিং করা হত। দ্বারভাঙ্গার একটি ঘটনার পরে NIA'র তরফে সতর্ক করা হয় সমস্ত রেল স্টেশনকে।  Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] রেল নিরাপত্তায় ‘পার্সেল স্ক্যানার’ পূর্ব ভারতে প্রথম, দেশে তৃতীয়। ডিজিটাল এক্স রে লাগেজ স্ক্যানার ব্যবস্থা চালু হল শিয়ালদহ স্টেশনে। যাত্রী সংখ্যার নিরিখে অত্যন্ত ব্যস্ত স্টেশন হল শিয়ালদহ। প্রতিদিন একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। দৈনিক ২০০ টন ওজনের পণ্য পরিবহণ হয় এই স্টেশন থেকে। আগে এই স্টেশনে ম্যানুয়ালি পণ্য চেকিং করা হত। দ্বারভাঙ্গার একটি ঘটনার পরে NIA'র তরফে সতর্ক করা হয় সমস্ত রেল স্টেশনকে। Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/7
বিশেষ করে পণ্য পরিবহণের জন্যে পার্সেল বিশেষ করে নজর দিতে বলা হয়। তাই এবার শিয়ালদহ স্টেশনে বসানো হল বিশালাকার পার্সেল স্ক্যানার। ২০ সেকেন্ডের মধ্যে ওজন ও এক্স রে হয়ে যাচ্ছে পণ্যের। ডিভিশনের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও ধরনের বিস্ফোরক ধরা পড়বে এই স্ক্যানারে। প্রতিদিন তিনটে শিফটে প্রায় ৮ জন করে RPF মোতায়েন করা হয় এই সব লাগেজ পরীক্ষার জন্যে। Generated image
বিশেষ করে পণ্য পরিবহণের জন্যে পার্সেল বিশেষ করে নজর দিতে বলা হয়। তাই এবার শিয়ালদহ স্টেশনে বসানো হল বিশালাকার পার্সেল স্ক্যানার। ২০ সেকেন্ডের মধ্যে ওজন ও এক্স রে হয়ে যাচ্ছে পণ্যের। ডিভিশনের নিরাপত্তা আধিকারিকরা জানাচ্ছেন, যে কোনও ধরনের বিস্ফোরক ধরা পড়বে এই স্ক্যানারে। প্রতিদিন তিনটে শিফটে প্রায় ৮ জন করে RPF মোতায়েন করা হয় এই সব লাগেজ পরীক্ষার জন্যে। Generated image
advertisement
7/7
এস কে সিংহ, অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি কমিশনার, শিয়ালদহ ডিভিশন জানিয়েছেন, এখন অতি সহজেই জেনে নেওয়া সম্ভব হচ্ছে পার্সেলের ভিতরে কী আছে? বিভিন্ন কালার কোড এই অটোমেটিক ব্যবস্থায় দেওয়া আছে। সেগুলো দেখে নিশ্চিত হওয়া যায়। এছাড়া, বিশেষ কোনও বস্তু থাকলে সাথে সাথেই শব্দ সংকেত মেলে।
এস কে সিংহ, অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি কমিশনার, শিয়ালদহ ডিভিশন জানিয়েছেন, এখন অতি সহজেই জেনে নেওয়া সম্ভব হচ্ছে পার্সেলের ভিতরে কী আছে? বিভিন্ন কালার কোড এই অটোমেটিক ব্যবস্থায় দেওয়া আছে। সেগুলো দেখে নিশ্চিত হওয়া যায়। এছাড়া, বিশেষ কোনও বস্তু থাকলে সাথে সাথেই শব্দ সংকেত মেলে।
advertisement
advertisement
advertisement