২ বছর পর রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে ছাত্রভোট, ঘোষণা শিক্ষামন্ত্রীর
Last Updated:
ভোট নিয়ে বিভিন্ন কলেজে অশান্তির জেরে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর বিরোধিতা করে সমস্ত ছাত্র সংগঠনগুলি ৷
#কলকাতা: প্রায় দু’বছর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ফের হতে চলেছে ছাত্রভোট ৷ বৃহস্পতিবার রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করার নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ছাত্র ইউনিয়ন বা কাউন্সিল তৈরির জন্য যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রভোট করতে পারে বলে জানানো হয় । দুই বছরেরও বেশি সময় ধরে থমকে ছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজ্যে শেষ বার ছাত্রভোট হয়েছিল ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৷ ভোটের দিন ও নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই স্থির করতে বলা হয় ৷
ভোট নিয়ে বিভিন্ন কলেজে অশান্তির জেরে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর বিরোধিতা করে সমস্ত ছাত্র সংগঠনগুলি ৷
ছাত্রভোট চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানায় টিএমসিপি ৷ এরপর বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের নির্দেশ দেওয়া হয় ৷
advertisement
বৃহস্পতিবার রাজ্যের চারটি একক বিশ্ববিদ্যালয়গুলিকে (যেগুলির অধীনে কোনও কলেজ নেই) ছাত্রভোট করানোর নির্দেশ দেওয়া হয় ৷ তবে শুক্রবার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট করানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টিএমসিপি ও সমস্ত ছাত্র সংগঠন ৷
advertisement
এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রভোট হবে ৷ ১৪-১৫ নভেম্বরে ছাত্র সংগঠনের কর্মশালা ৷ ছাত্র সংগঠনের কর্মশালায় থাকবেন মুখ্যমন্ত্রী ৷ ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2019 9:48 PM IST