বেটিং কাণ্ডে এবার মিমি চক্রবর্তীকে তলব ইডির! নাম জড়িয়েছে উর্বশী রাউতেলারও... বিপাকে অভিনেত্রী?
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
'1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
কলকাতা: বেটিং অ্য়াপ কান্ডে এবার টলিউড ও বলিউডের দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও উর্বশী রাউতেলাকে তলব করল ইডি। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডির হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘1xBet’ নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে।
কেন্দ্রীয় সরকারের তরফে অনলাইন রিয়েল মানি গেমিং একগুচ্ছ অ্যাপের ওপর বিল পাশ করে কড়াকড়ি করা হয়েছে। আর্থিক তছরুপ, অর্থপাচার ইত্যাদি নানা কারণে এই সংস্থাগুলির ওপর কড়াকড়ি করা হয়েছে। এই অবৈধ বেটিং অ্যাপগুলির সঙ্গে তারকা-যোগ নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁরই অংশ হিসাবে একের পর এক তারকাকে ডেকে পাঠানো হচ্ছে। এই পুজোতেই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর ছবি ‘রক্তবীজ ২’। সেই সিনেমায় মিমির সহ-অভিনেতা, বাংলার আরেক পরিচিত মুখ অঙ্কুশ হাজরাকেও সপ্তাহ দু’য়েক আগে কেন্দ্রীয় সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল। তাঁকেও ঊর্বশী রাউতেলার মতো একই দিনে ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংস্থার অফিসে হাজির দেওয়ার জন্য বলা হয়েছে বলে খবর। ইডির তরফে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার জন্য মোট ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর।
advertisement
advertisement
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাংলা সিনেমাকে প্রমোট করতেই বিজেপির গণসংগঠন তৃণমূলের প্রাক্তন সাংসদকে ডেকে পাঠিয়েছে। ক’দিন পরেই মিমি নির্দোষ প্রমাণিত হবেন। তার আগেই ডেকে পাঠিয়ে বাংলা সিনেমা প্রমোট করে দিল ইডি। ইডি’র ডাকে মিমি যাবেন কি যাবেন না সেটা তার আইনজীবীরা বলবেন। কিন্তু বাংলা সিনেমা, মিমির পুজোয় সিনেমা রিলিজ করছে। সেই সিনেমাকে প্রমোট করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।প্রাক্তন তৃণমূল সাংসদকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। খানিকটা রসিকতা করেন কুণাল ঘোষ। যদিও ছবির প্রোমোশন নিয়ে একটি সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি জানান, আইন আইনের পথে চলবে। নোটিশ নিয়ে আমি বলার কেউ নই। তবে রক্তবীজ-২ ছবির প্রমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 10:33 AM IST