ED raid in Job Scam: অভিষেক সিবিআই দফতরে যাওয়ার আগেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা! জল্পনা তুঙ্গে

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷

অভিষেককে সিবিআই তলবের দিনই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি৷
অভিষেককে সিবিআই তলবের দিনই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি৷
কলকাতা: আজই সকাল এগারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই৷ এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই সাতসকালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিল ইডি৷ এ দিন সকালেই বেহালার ফকিরপাড়া  রোডে সুজয়কৃষ্ণের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ দিন সকাল থেকেই অবশ্য ইডি-র তৎপরতা তুঙ্গে৷ দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর সহ মোট দশটি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে বলে খবর৷ এর মধ্যে একাধিক কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷ ফলে অভিষেককে সিবিআই তলবের দিনই সুজয়কৃষ্ণের বাড়ি এবং অফিসে ইডি হানায় জল্পনা আরও বেড়েছে৷
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম শোনা গিয়েছিল৷ কুন্তলের অভিযোগ ছিল, বেআইনি নিয়োগের জন্য তোলা টাকার একটা অংশ সে কালীঘাটের কাকুর কাছে পাঠাতো৷ এর পরেই সুজয়কৃষ্ণ ভদ্র নামে ওই ব্যক্তিকে ডেকে পাঠায় সিবিআই৷ নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ এবার সেই কালীঘাটের কাকুর বাড়িতে গেল ইডি৷
advertisement
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র৷ বেহালায় নিজের বাড়ির পাশেই একটি ফ্ল্যাটে সুজয়কৃষ্ণের কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷ সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED raid in Job Scam: অভিষেক সিবিআই দফতরে যাওয়ার আগেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা! জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement