ED raid in Job Scam: অভিষেক সিবিআই দফতরে যাওয়ার আগেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা! জল্পনা তুঙ্গে

Last Updated:

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷

অভিষেককে সিবিআই তলবের দিনই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি৷
অভিষেককে সিবিআই তলবের দিনই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি৷
কলকাতা: আজই সকাল এগারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই৷ এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই সাতসকালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়ি এবং ফ্ল্যাটে হানা দিল ইডি৷ এ দিন সকালেই বেহালার ফকিরপাড়া  রোডে সুজয়কৃষ্ণের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এ দিন সকাল থেকেই অবশ্য ইডি-র তৎপরতা তুঙ্গে৷ দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর সহ মোট দশটি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলছে বলে খবর৷ এর মধ্যে একাধিক কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম সামনে আসার পরই সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে৷ ফলে অভিষেককে সিবিআই তলবের দিনই সুজয়কৃষ্ণের বাড়ি এবং অফিসে ইডি হানায় জল্পনা আরও বেড়েছে৷
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম শোনা গিয়েছিল৷ কুন্তলের অভিযোগ ছিল, বেআইনি নিয়োগের জন্য তোলা টাকার একটা অংশ সে কালীঘাটের কাকুর কাছে পাঠাতো৷ এর পরেই সুজয়কৃষ্ণ ভদ্র নামে ওই ব্যক্তিকে ডেকে পাঠায় সিবিআই৷ নিজাম প্যালেসে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে৷ এবার সেই কালীঘাটের কাকুর বাড়িতে গেল ইডি৷
advertisement
যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র৷ বেহালায় নিজের বাড়ির পাশেই একটি ফ্ল্যাটে সুজয়কৃষ্ণের কনসালটেন্সি ফার্মের অফিস রয়েছে৷ সেখানেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED raid in Job Scam: অভিষেক সিবিআই দফতরে যাওয়ার আগেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা! জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement