Sweta Chakraborty: পেশায় মডেল, আবার কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার! ইডি নজরে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

Last Updated:

শ্বেতা কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন৷ কবে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কীভাবে চাকরি হল, সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি৷

নজরে অয়ন ঘনিষ্ঠ মডেল।
নজরে অয়ন ঘনিষ্ঠ মডেল।
কলকাতা: পেশায় তিনি মডেল। আবার উত্তর চব্বিশ পরগণার কামারহাটি পুরসভায় ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন! নৈহাটির বাসিন্দা তরুণী সেই শ্বেতা চক্রবর্তীই এবার ইডি-র নজরে। যার অন্যতম পরিচয়, তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের বান্ধবী।
অভিযোগ, মডেল এবং কামারহাটি পুরসভার কর্মী এই শ্বেতার অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা পাঠানো হয়েছিল৷ অয়নের সল্টলেকের দফতরে শ্বেতার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র, গাড়ির নথি পায় ইডি৷ অয়নের থেকে পাওয়া টাকা দিয়েই শ্বেতা গাড়ি কেনেন বলে অভিযোগ৷
advertisement
advertisement
শ্বেতা কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন৷ কবে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কীভাবে চাকরি হল, সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি৷ পুরসভা সূত্রে খবর, গত শনিবার ইডি অয়ন শীলের সল্টলেকের বাড়িতে তল্লাশিতে যাওয়ার পর থেকেই শ্বেতা আর কামারহাটি পুরসভায় তাঁর কর্মস্থলে আসেননি আসেননি৷ কানমারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, ২০১৬ সালে পুরসভার চাকরিতে যোগ দিয়েছিলেন শ্বেতা৷ নৈহাটির জেলেপাড়ার বাসিন্দা শ্বেতা। তাঁর বাবা নিউজ ১৮ বাংলার ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন, অয়নের সৌজন্যেই শ্বেতা চাকরি পান, টাকাও নিয়েছিলেন৷
advertisement
ইতিমধ্যেই ইডি-র নজরে এসেছে শ্বেতার একাধিক সম্পত্তি৷ শ্বেতা একজন উঠতি মডেল, সেভাবে সফলও নন৷ তাঁর এত বিপুল সম্পত্তি কীভাবে হল, তা জানতে চায় ইডি৷ প্রয়োজনে শ্বেতাকে তলবও করা হতে পারে৷ ইডি-র সন্দেহ, দুর্নীতি থেকে পাওয়া অয়নের টাকাতেই বিপুল সম্পত্তি করেছিলেন শ্বেতা৷ মহেন্দ্র প্রসাদ এবং রাজেন্দ্র প্রসাদ নামে দুই ব্যক্তির থেকে সম্পত্তিও কেনেন শ্বেতা৷
advertisement
নৈহাটির জেলেপাড়া রোডে বাড়ি শ্বেতার৷ এ দিন সেখানে সংবাদমাধ্যমের কর্মীরা ভিড় করলেও দরজা, জানলা ছিল বন্ধ৷ ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি৷
সহ প্রতিবেদন: অরুণ ঘোষ
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sweta Chakraborty: পেশায় মডেল, আবার কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার! ইডি নজরে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement