হোম /খবর /কলকাতা /
পেশায় মডেল, আবার কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার! ইডি নজরে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

Sweta Chakraborty: পেশায় মডেল, আবার কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার! ইডি নজরে অয়ন ঘনিষ্ঠ শ্বেতা

নজরে অয়ন ঘনিষ্ঠ মডেল।

নজরে অয়ন ঘনিষ্ঠ মডেল।

শ্বেতা কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন৷ কবে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কীভাবে চাকরি হল, সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি৷

  • Share this:

কলকাতা: পেশায় তিনি মডেল। আবার উত্তর চব্বিশ পরগণার কামারহাটি পুরসভায় ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন! নৈহাটির বাসিন্দা তরুণী সেই শ্বেতা চক্রবর্তীই এবার ইডি-র নজরে। যার অন্যতম পরিচয়, তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের বান্ধবী।

অভিযোগ, মডেল এবং কামারহাটি পুরসভার কর্মী এই শ্বেতার অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা পাঠানো হয়েছিল৷ অয়নের সল্টলেকের দফতরে শ্বেতার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাগজপত্র, গাড়ির নথি পায় ইডি৷ অয়নের থেকে পাওয়া টাকা দিয়েই শ্বেতা গাড়ি কেনেন বলে অভিযোগ৷

আরও পড়ুন: 'পালিয়ে যাও, ইডি আসছে!' অয়নের মোবাইলে মেসেজ পাঠানো রহস্যময়ী কে? শুরু খোঁজ

শ্বেতা কামারহাটি পুরসভায় সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন৷ কবে তিনি পরীক্ষা দিয়েছিলেন, কীভাবে চাকরি হল, সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি৷ পুরসভা সূত্রে খবর, গত শনিবার ইডি অয়ন শীলের সল্টলেকের বাড়িতে তল্লাশিতে যাওয়ার পর থেকেই শ্বেতা আর কামারহাটি পুরসভায় তাঁর কর্মস্থলে আসেননি আসেননি৷ কানমারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, ২০১৬ সালে পুরসভার চাকরিতে যোগ দিয়েছিলেন শ্বেতা৷ নৈহাটির জেলেপাড়ার বাসিন্দা শ্বেতা। তাঁর বাবা নিউজ ১৮ বাংলার ক্যামেরার সামনে স্বীকার করে নিয়েছেন, অয়নের সৌজন্যেই শ্বেতা চাকরি পান, টাকাও নিয়েছিলেন৷

আরও পড়ুন: ঝাড়ুদারের জন্য ৪ লক্ষ, টাইপিস্ট ৭ লাখ! কোন পদে কত দামে চাকরি বেচতেন অয়ন?

ইতিমধ্যেই ইডি-র নজরে এসেছে শ্বেতার একাধিক সম্পত্তি৷ শ্বেতা একজন উঠতি মডেল, সেভাবে সফলও নন৷ তাঁর এত বিপুল সম্পত্তি কীভাবে হল, তা জানতে চায় ইডি৷ প্রয়োজনে শ্বেতাকে তলবও করা হতে পারে৷ ইডি-র সন্দেহ, দুর্নীতি থেকে পাওয়া অয়নের টাকাতেই বিপুল সম্পত্তি করেছিলেন শ্বেতা৷ মহেন্দ্র প্রসাদ এবং রাজেন্দ্র প্রসাদ নামে দুই ব্যক্তির থেকে সম্পত্তিও কেনেন শ্বেতা৷

নৈহাটির জেলেপাড়া রোডে বাড়ি শ্বেতার৷ এ দিন সেখানে সংবাদমাধ্যমের কর্মীরা ভিড় করলেও দরজা, জানলা ছিল বন্ধ৷ ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি৷

সহ প্রতিবেদন: অরুণ ঘোষ
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Ayan Sil, Job Scam, Sweta Chakraborty