#কলকাতা: প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এরপরই তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। সেখান থেকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে বিচারক প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেও শারীরিক অসুস্থতার কারণে পার্থবাবুকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন বিচারক। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC scam) মামলায় গ্রেফতারির পরেই এসএসকেএমে (sskm) ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। ব্যাঙ্কশাল আদালতের সেই নির্দেশে আপত্তি জানিয়ে হাইকোর্টের (high court) দ্বারস্থ হল ইডি (ED)। এমনই খবর সূত্রের। রাতেই বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতি'র দ্বারস্থ ইডি। যে ভাবে নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছে, তা আইন মেনে হয়নি বলে অভিযোগ ইডির। তবে, এখনও এ বিষয়ে হাই কোর্টের কোনও নির্দেশ সামনে আসেনি।
শনিবার এসএসকেএম হাসপাতালের কার্ডিলিওজি বিভাগের আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ আদালতের নির্দেশেই চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় শনিবার সন্ধ্যায়৷ হাসপাতাল সূত্রে খবর, রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে৷ পাশাপাশি, তাঁর বুকে যন্ত্রণা হচ্ছে বলে জানিয়েছিলেন মন্ত্রী৷ এছাড়াও তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও চিকিৎসকদের জানিয়েছিলেন পার্থবাবু৷
আরও পড়ুন: এসএসকেএম-এ স্থানবদল পার্থর, দ্রুত ICU-তে নিয়ে যেতেই নতুন ব্যবস্থা! নজরে সকালে ১১টা
এরপরই রাতে আইসিসিইউ ১৮ কেবিন থেকে কার্ডিওলজি বিভাগের ১ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ১ নম্বর কেবিনে রাখার কারণ হিসেবে চিকিৎসকদের সূত্র জানাচ্ছে সেখান থেকে আইসিইউ দ্রুত পৌঁছনো যাবে। রবিবার চিকিৎসকদের টিম বেলা ১১ টা নাগাদ বৈঠক করবেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। ৬ জন চিকিৎসকের মধ্যে কয়েকজন ভার্চুয়ালি। কিন্তু এবার নিম্ন আদালতের রায়ে ক্ষুব্ধ ইডি যেভাবে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল, তাতে গুঞ্জন আরও বাড়ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।