ইকো পার্কে বিজয়া সম্মেলন, থাকবে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ শিল্পপতিদের, হচ্ছে মেগা আয়োজন

Last Updated:

সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও।

ফাইল চিত্র
ফাইল চিত্র
#কলকাতা: এ বারের দুর্গাপুজোর আয়োজন ছিল বিস্তৃত৷ ইউনেস্কোর স্বীকৃতির পরে এ বছর পুজো আয়োজনে ছিল বিপুল সমারহ৷ উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র পুজোর আয়োজনে ছিল আলাদা মাত্রা৷ তেমনই এ বার আলাদা মাত্রা পেয়েছিল এ বারের পুজোর কার্নিভালও৷ সব মিলিয়ে পুজোয় এ বার ছিল আলাদা মাত্রা৷ পাশাপাশি, পুজোর বিপুল আর্থিক লেনদেনেও হয়েছে৷ অর্থাৎ, পুজোর মতো উৎসবের হাত ধরে বিপুর বাণিজ্যিক লেনদেনের মুখ দেখে রাজ্য৷
এ বার সেই পুজো পরবর্তী বিজয়া সম্মেলন আয়োজিত হতে চলেছে ইকোপার্কে৷ বুধবার ইকোপার্কের বিজয়া সম্মেলনের আয়োজিত হতে চলেছে৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমন্ত্রণ জানানো হচ্ছে একাধিক শিল্পপতিদেরও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদেরও। দুর্গাপুজোর পর সাধারণত এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান করে থাকেন মুখ্যমন্ত্রী। রাজ্য শিল্প দফতরের উদ্যোগে এই বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হবে ইকো পার্কের মিস্টিকা বাঙ্কয়েটে।
advertisement
advertisement
এ বারের পুজো সব দিক থেকেই ছিল রাজ্যের কাছে স্পেশাল৷ ইতিমধ্যে কলকাতার দর্গাপুজোর উৎসব পেয়েছে হেরিটেজ তকমা৷ এ ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পুজোর গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকটা৷
advertisement
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ বারের পুজোয় এসেছেন কলকাতায়৷ পুজোর কার্নিভালের মেগা আয়োজনেও সেই ছবিই ধরা পড়েছে৷ সব মিলিয়ে পুজোর বিপুল বিস্তৃতি নজর কেড়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইকো পার্কে বিজয়া সম্মেলন, থাকবে মুখ্যমন্ত্রী, আমন্ত্রণ শিল্পপতিদের, হচ্ছে মেগা আয়োজন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement