‘বামেরা এ বার মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে লড়বে’, কী কারণে এই মন্তব্য কুণাল ঘোষের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
এ বার তাই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷
#কলকাতা: ভোটের অঙ্কে হয়ত এখনও ততটা সুদিন ফেরেনি, তবু দুর্গাপুজোর স্টলে বামেদের বই বিক্রির রমরমা অনেকটাই খবরের শিরোনামে এসেছে৷ জেলায় ও শহরে, লক্ষ-লক্ষ টাকা বই বিক্রি হয়েছে বামেদের৷ আর সেই কারণেই, এ বার দুর্গাপুজোর পর কালীপুজোতেও বইয়ের স্টল দিতে চলেছে বামেরা৷ এ বার তাই নিয়েই কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ কটাক্ষ করে বললেন, ‘‘এর পর মমতাদির নেতত্বেও বিজেপির বিরুদ্ধে লড়বে বামেরা৷’’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বললেন, ‘‘বামেরা কালীপুজাতেও বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে । ভাল, সামনের বছর দুর্গাপুজোয় অঞ্জলী দেবে। তার পর দুর্গার মধ্যে মমতাদিকেও খুঁজে পাবে । তারপর মমতাদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধেও লড়বে। এটাই মার্ক্সবাদের সময়োপযোগী প্রয়োগ।’’ আসলে, কালীপুজোয় বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বামেরা। বাম নেতারা জানিয়েছেন তাদের বই শারদীয়াতে দারুণ বিক্রি হয়েছে। আর তারই রেশ ধরে এদিন এটা জানিয়েছেন কুণাল ঘোষ। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
advertisement
advertisement
বামেদের পুজোর সময় বইয়ের স্টল দেওয়ার রীতি অনেকদিনের৷ সাধারণত বিভিন্ন মার্কসীয় ভাবনার বহু বই সেখানে বিক্রি হয়৷ দলীয় স্তরে জনসংযোগের একটি মাধ্যম হিসাবেও এটিকে ব্যবহার করার পরিকল্পনা থাকে বামেদের৷ তবে শুধু মাত্রা মার্কসীয় দর্শনের বই নয়, সিপিএমের দলীয় বিভিন্ন বই, পাশাপাশি অন্য গল্পের বইও বিক্রি করা হয়৷ এই স্টলগুলি ঘিরে মাঝে মাঝেই বিপুল জনসমাগম হয়৷ এ বারে ক্ষমতায় না থেকেও, বিধানসভায় একটিও আসন না পাওয়ার পরেও সেই বই বিক্রি করে বিপুল লাভের মুখ দেখেছে বাম দল, আর সেই কারণেই এ বার কালীপুজোয় স্টল দেওয়ার কথা শোনা যাচ্ছে৷ মঙ্গলবার তাই নিয়েই কটাক্ষ করলেন কুণাল ঘোষ৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 3:24 PM IST