Anubrata Mondal: অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী, ফেসবুক কাকে 'সততার পাঠ' দিলেন কাজল? জোর জল্পনা

Last Updated:

অনুব্রত মণ্ডল যেহেতু এখন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই উদ্দেশ করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷

কাকে নিশানা করলেন কাজল?
কাকে নিশানা করলেন কাজল?
#বোলপুর: অনুব্রত মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব বরাবরই বীরভূমে তৃণমূলের মাথাব্যথার কারণ৷ শতাব্দী রায় ঘনিষ্ঠ সেই কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে এবার জোর জল্পনা৷ গতকালই জানা গিয়েছিল, গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম রেখেছে সিবিআই৷ তার ঠিক পর পরই কাজল শেখের ফেসবুক পোস্ট ঘিরে বীরভূমের রাজনীতিতে নয়া জল্পনা ছড়িয়েছে৷
এই মুহূর্তে গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ সোমবার রাতে ফেসবুক পোস্টে ইঙ্গিতপূর্ণ ভাবে কাজল শেখ লেখেন, '" যে জ্বলছে তাকে জ্বলতে দাও ....... আমার কিন্তু খুব ভালো ঘুম হচ্ছে ..... আর তোমাদের?' ওই পোস্টেই কটাক্ষের সুরে আরও লেখা, ' অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন৷ সৎ হলে শূন্য খাটেও চিন্তাবিহীন রাত্রি কাটে!'
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল যেহেতু এখন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে রয়েছেন, তাই উদ্দেশ করেই এই পোস্ট কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ কারণ, অনুব্রত মণ্ডল যেদিন সিবিআই-এর হাতে গ্রেফতার হন, সেদিনও একই ধরনের ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন কাজল শেখ৷
advertisement
যদিও কাজল শেখ তাঁর করা ফেসবুক পোস্টের মধ্যে কোনও বিতর্ক দেখছেন না৷ তাঁর দাবি এমন ফেসবুক পোস্ট তিনি মাঝেমধ্যেই করে থাকেন৷কাজল শেখ বলেন, 'এর সঙ্গে শতাব্দী রায়ের সাক্ষী হওয়ার কোনও সম্পর্ক নেই৷ আমি বরাবরই নিজের মনের কথা ফেসবুকে লিখি৷ আগেও এরকম পোস্ট করেছি৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত মামলায় সাক্ষী শতাব্দী, ফেসবুক কাকে 'সততার পাঠ' দিলেন কাজল? জোর জল্পনা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement