‘আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত চলছে, সতর্ক থাকতে হবে...’ মন্তব্য তাপস রায়ের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দলে ডিভাইডেড লয়ালিস্ট আর ডেডিকেটেড লয়ালিস্ট আছে ৷ ডেডিকেটেড লয়ালিস্টদের সামনে আনতে হবে। তাদের সিক্রেট কথাবার্তায় রাখতে হবে। না হলে দল নানা অসুবিধা ফেস করবে। জানালেন তাপস রায় ৷
কলকাতা: এই মুহূর্তে আমাদের দলের বিরুদ্ধে নানা চক্রান্ত চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। দিদির মহানুভবতার সুযোগ নিয়ে অনেকে ক্ষতি করেছে। দলে ডিভাইডেড লয়ালিস্ট আর ডেডিকেটেড লয়ালিস্ট আছে ৷ ডেডিকেটেড লয়ালিস্টদের সামনে আনতে হবে। তাদের সিক্রেট কথাবার্তায় রাখতে হবে। না হলে দল নানা অসুবিধা ফেস করবে। জানালেন তাপস রায় ৷
তিনি আরও বলেন, ‘‘এটা আমার এতদিন রাজনৈতিক মহল দেখে মনে হয়েছে। অনেকে একাধিক জনের বা দলের সাথে সম্পর্ক রাখেন। এটা দলের দেখা উচিৎ। সেভাবেই এগোতে হবে। কোটি কোটি উগ্র সমর্থক আমাদের। কয়েকটা মানুষ নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করছে। এদের নাম প্রয়োজনে সামনে আসবে। এরা দলের বোঝা, এরা অ্যাসেট নয়। দলের কর্মী, নেতারা সেটা জানেন।’’
advertisement
advertisement
তমোঘ্ন নিয়ে প্রশ্ন উঠলে তাপস রায় বলেন, ‘‘তমোঘ্নকে দিদিমণির সামনে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ছাত্র পরিষদের জন্য ৷ ওর বাবা তপন ঘোষ সাংসদের সচিব। কে যে কার ব্যক্তি স্বার্থে কী করেন সেটা দেখার। সকলেই সব জানে। তমোঘ্নদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে শুভেন্দু-সুদীপ-কল্যাণ চৌবে গিয়েছিলেন। সবাই সব খোঁজ রাখেন। দলকে এখন দেখতে হবে, কাদের কাদের গ্রহণযোগ্যতা আছে। মানু্ষের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি ৫১ বছর ধরে রাজনীতিতে আছি। আমি অনেক কিছুই জানি ৷ আমি কিন্তু চিনতে পেরেছি, চিহ্নিত করেছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 3:15 PM IST