DYFI Brigade Rally: ব্রিগেডে লাল ঝান্ডার মেগা সমাবেশ! চারদিকে নিরাপত্তা, থাকছে কত পুলিশ? জানুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
DYFI Brigade Rally: গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের।
কলকাতাঃ পার হয়ে গিয়েছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪, ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ হচ্ছে ব্রিগেডে। গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা।
আরও পড়ুনঃ আজ ব্রিগেড! কলকাতার ৭ প্রান্ত থেকে ৭ মিছিল, কোন কোন রাস্তায় যানজটের ভয়, জানুন
গতকাল রাত থেকেই ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুত হচ্ছে পুলিশ-প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, ১ লাখ জনের সমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। তবে, যদিও বিভিন্ন জেলা ও শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে, কীরকম ভিড় হতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
advertisement
লালবাজার সূত্রে জানা যাচ্ছে, ব্রিগেডে ডিওয়াইএফআই-এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বরে মোতায়েন করা হয়েছে প্রায় পাঁচশো পুলিশকর্মী। পুলিশ সূত্রের খবর অনুসারে, ব্রিগেডে মূলত হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল আসতে চলেছে।
advertisement
ব্রিগেডে ‘ইনসাফ সভা’ করা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল কিছুদিন ধরেই৷ অবশেষে গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, তাঁরা এই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন৷ সমাবেশ শেষে গোটা সমাবেশের মোট খরচের পরিমাণও সর্বসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন মীনাক্ষী৷ তাঁর কথায়, ‘‘রাজ্যে যখন নিয়োগ থেকেশুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তখন রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকে আমকা এই তালিকা প্রকাশ করব৷’’
advertisement
গত ৫০ দিন ধরে কার্যত মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘মুখ ’ করেই জেলায় জেলায় ইনসাফ যাত্রা করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াই এফআই৷ যার শেষ ইনসাফ সভা ব্রিগেডে হতে চলেছে আজ রবিবার৷ ব্রিগেডে তৈরি হয়েছে ৩২ ফুট/ ২৪ ফুটের একটি মূল মঞ্চ। সেখানেই থাকবেন প্রধান অতিথিরা। এছাড়াও, মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 12:43 PM IST