Durga Puja Travel: পুরী বেড়াতে যাবেন পুজোর সময়ে? এখনও মিলছে কনফার্ম টিকিট... বিরাট 'সুখবর'

Last Updated:

কলকাতা-পুরী স্পেশাল ট্রেনে ১৩,০০০ অতিরিক্ত বার্থ উপলব্ধ এখনও, যাত্রীরা  টিকিট সংগ্রহ করতে পারেন৷ 

কলকাতা: বাঙালি পুজোর সময়ে বেড়াতে  ভালবাসেন? আর তার মধ্যে অধিকাংশ ভ্রমণপিপাসু মানুষেরই তো প্রিয় দীঘা-পুরী-দার্জিলিং। সেই ভ্রমণেরই পরিকল্পনায় সাহায্য করছে ভারতীয় রেল। পূজার ছুটিতে পুরী ভ্রমণের পরিকল্পনা যারা করেছেন তাদের জন্য সুখবর। কলকাতা-পুরী স্পেশাল ট্রেনে ১৩,০০০ অতিরিক্ত বার্থ উপলব্ধ এখনও, যাত্রীরা  টিকিট সংগ্রহ করতে পারেন৷
আসন্ন উৎসবের মরশুম। রয়েছে দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজো। পুরীতে যাত্রীদের ভিড় অত্যন্ত বেড়েছে। বিভিন্ন গন্তব্যস্থলের মধ্যে পুরী বাঙালিদের জন্য একটি প্রিয় স্থান। সমুদ্রের গর্জন উপভোগ করার পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শন করার সুযোগ থাকে। আর ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে ট্রেন সর্বদাই প্রথম পছন্দ। ট্রেনে যাত্রা কেবল সাশ্রয়ী নয়, এটি আনন্দদায়কও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবং অতিরিক্ত ভ্রমণের চাপকে সামাল দিতে ইস্টার্ন রেলওয়ে একটি অতিরিক্ত বিশেষ ট্রেন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে, যা কলকাতা ও পুরীর মধ্যে চলাচল করবে। ১৩,০০০ অতিরিক্ত আসন তৈরি হবে যা যাত্রীদের প্রয়োজনীয় স্বস্তি এনে দেবে এবং তাঁরা সহজেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
advertisement
advertisement
০৩১০১ কলকাতা – পুরী স্পেশাল ট্রেনটি প্রতি বৃহস্পতিবার (০৩.১০.২০২৪ থেকে ২৮.১১.২০২৪, ৯ টি ট্রিপ) কলকাতা থেকে রাত ১১:৫০ টায় ছাড়বে এবং পরের দিন সকাল ০৯:৩৫ টায় পুরীতে পৌঁছাবে।
০৩১০২ পুরী – কলকাতা স্পেশাল ট্রেনটি প্রতি শুক্রবার ০৪.১০.২০২৪ থেকে ২৯.১১.২০২৪ (৯ টি ট্রিপ) পর্যন্ত পুরী থেকে দুপুর ০৩:০০ টায় ছাড়বে এবং পরের দিন রাত ০২:০০ টায় কলকাতায় পৌঁছবে। ট্রেনটি উভয় দিকেই আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনগুলিতে থামবে। ট্রেনে এয়ার-কন্ডিশনড, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাসের আসন থাকবে। ০৩১০১ কলকাতা – পুরী স্পেশাল ট্রেনটির টিকিট PRS এবং ইন্টারনেটের মাধ্যমে বুক করা যাবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Travel: পুরী বেড়াতে যাবেন পুজোর সময়ে? এখনও মিলছে কনফার্ম টিকিট... বিরাট 'সুখবর'
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement