Ashoknagar family mysterious death: বেজে চলেছে মোবাইলের অ্যালার্ম, দরজা ভাঙতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা! অশোকনগরে মর্মান্তিক কাণ্ড

Last Updated:

শিউরে ওঠা এই দৃশ্য দেখেই পুলিশে খবর দেন স্থানীয়রা৷ অশোকনগর থানার পুলিশ এসে দেহগুলি নামিয়ে ময়নাতদন্তে পাঠায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
অশোকনগর: উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু৷ বাবা, মায়ের সঙ্গে উদ্ধার হল ৮ বছরের শিশুকন্যার ঝুলন্ত দেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অশোকনগর থানার গুমা এলাকার নবপল্লিতে৷ সেখানে একটি ভাড়া বাড়িতে স্ত্রী, মেয়েকে নিয়ে থাকতেন দীপক বাবু৷
জানা গিয়েছে, মৃত তিন জনের নাম দীপক রায় (৪৩), প্রিয়া রায় (৩৮) এবং তাঁদের ৮ বছরের শিশুকন্যা মিষ্টি৷ স্থানীয় সূত্রে খবর, বিরা বালিশা এলাকার একটি ফ্লাই অ্যাশ কারখানায় কাজ করতেন দীপক রায়৷ গতকাল রাতেও এক প্রতিবেশীকে দীপক বাবুর স্ত্রী ভোর পাঁচটা নাগাদ তাঁদের ডেকে নিতে দিতে বলেছিলেন৷
এ দিন ভোরে ওই প্রতিবেশী বার বার ডাকা সত্ত্বেও দীপকবাবু অথবা তাঁর স্ত্রী সাড়া দেননি৷ প্রতিবেশীরা খেয়াল করেন, ঘরের মধ্যে টানা ফোনের অ্যালার্ম বাজতে থাকলেও ওই পরিবারের কারও কোনও সাড়াশব্দ নেই৷ শেষ পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত দীপক বাবু অথবা তাঁর স্ত্রী দরজা না খোলায় বাড়ির বাড়ির মালিককে খবর দেন প্রতিবেশীরা৷ এর পর বাড়ির মালিক এলে স্থানীয় বাসিন্দারা দেখেন, ঘরের ভিতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন দীপক রায়, তাঁর স্ত্রী প্রিয়া এবং ৮ বছরের শিশুকন্যা৷
advertisement
advertisement
শিউরে ওঠা এই দৃশ্য দেখেই পুলিশে খবর দেন স্থানীয়রা৷ অশোকনগর থানার পুলিশ এসে দেহগুলি নামিয়ে ময়নাতদন্তে পাঠায়৷ পুলিশের প্রাথমিক অনুমান, শিশুকন্যাকে হত্যার পর আত্মঘাতী হয়েছেন দীপক বাবু এবং তাঁর স্ত্রী৷ কিন্তু কেন এই চরম পথ বেছে নিলেন ওই দম্পতি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ দীপকবাবুর কোনও বড় অঙ্কের দেনা ছিল কি না, তা খোঁজ নিচ্ছে পুলিশ৷
advertisement
তবে ওই পরিবারে সেরকম আর্থিক কোনও অনটন ছিল না বলেই দাবি করেছেন দীপকবাবুর প্রতিবেশীরা৷ দম্পতির মধ্যেও কোনওরকম মনমালিন্য অথবা বিবাদের আঁচ পাননি তাঁরা৷ তার পরেও কেন দীপক বাবু অথবা তাঁর স্ত্রী এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ashoknagar family mysterious death: বেজে চলেছে মোবাইলের অ্যালার্ম, দরজা ভাঙতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা! অশোকনগরে মর্মান্তিক কাণ্ড
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement