Durga Puja Bus Service| পুজোয় বড় উপহার! আজই কলকাতা থেকে এই রুটগুলিতে চালু হচ্ছে নাইট সার্ভিস
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Durga Puja Bus Service| ১৪ রুটের বাস ছুঁয়ে যাবে বারাসত,ব্যারাকপুর, বালিগঞ্জ৷
#কলকাতা: পুজোয় ঠাকুর দেখার সুবিধা বাড়ল দর্শনার্থীদের। আজ থেকে রাজ্য পরিবহণ দফতর চালু করতে চলেছে নাইট সার্ভিস। আগামী লক্ষ্মী পুজো অবধি অবধি চলাচল করবে এই রাতের বাস (Durga Puja Bus Service)। এর আগে সাধারণ সময়েও চলাচল করত রাতের বাস। কোভিড কালে লকডাউনের সময়ে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় রাতের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সে অর্থে লোকাল ট্রেন না চলাচল করায় রাতের বাস বন্ধ রাখা হয়। পুজোর আবহে রাত জেগে অনেকেই ঠাকুর দেখেন। তাই যাত্রী হবে ধরে নিয়েই আজ থেকে চালু করে দেওয়া হচ্ছে নাইট সার্ভিস।
আগামী ১১ দিন ১৪টি রুটে চলাচল করবে বাস। যে সব রুটে রাতের বাস মিলবে তা হল, হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর, ব্যারাকপুর, বারাসত, কামালগাজি, গড়িয়া, জোকা, বালিগঞ্জ, ডানলপ। হাওড়া স্টেশন থেকে চলবে করুণাময়ী, শ্যামবাজার-বারাসত, বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন থেকে নিউটাউন মোট ১৪টি রুটে এই নাইট সার্ভিস অন থাকবে।
advertisement
advertisement
আগে এই সব রুটে দুটো বা তিনটে ট্রিপে বাস চলত। সিদ্ধান্ত হয়েছে সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। অর্থাৎ আরও বেশি করে বাস চলবে। রবিবার পঞ্চমীতে ভিড় অনেকটাই বাড়বে বলে মত পরিবহণ দফতরের আধিকারিকদের। সেই হিসেবে আগামী কাল ষষ্ঠী থেকে বাসের সংখ্যা বাড়ানো হবে। এখন নাইট কারফিউ নেই। ফলে দশমীর পরেও ভিড় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
চলতি বছরে ভোর রাত অবধি মেট্রো পরিষেবা নেই৷ আবার মধ্যরাত অবধি মেট্রো পরিষেবা মিললেও, টোকেনে মেট্রো চড়া যাবে না। মেট্রো চড়তে গেলে স্মার্ট কার্ড থাকতে হবে। তাই রাতের বাসে যাত্রী মিলবে বলে মত পরিবহণ দফতরের। তবে সারা রাত লোকাল ট্রেন নেই চলতি বছরে। তাই হাওড়া স্টেশন থেকে কত যাত্রী মধ্য রাতের পরে যাতায়াত করবে সেটাই দেখার।সরকারি বাসের পাশাপাশি, রাস্তায় রাতে থাকবে বেসরকারি বাস। একাধিক বেসরকারি বাসের মালিক এই বাস চালাতে আগ্রহী।
advertisement
এছাড়া অটো থাকবে বেশ কিছু রুটে। ট্যাক্সি পাওয়া যাবে। অনলাইন ক্যাব যাতে চাহিদা বুঝে ভাড়া বাড়িয়ে না নেয়। সেদিকে নজর রাখছে রাজ্য পরিবহণ দফতর। সব মিলিয়ে গণ পরিবহণ সচল রাখতে চায় রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 10:35 AM IST