Firhad Hakim: পুজোর পরই বড় ভাঙন? ফিরহাদের 'অ্যাপ্লিকেশন' মন্তব্যে তোলপাড় BJP-র অন্দরমহল!

Last Updated:

Firhad Hakim: বেশ কিছু BJP নেতার তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ফের বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদের মন্তব্যে বিরাট জল্পনা
ফিরহাদের মন্তব্যে বিরাট জল্পনা
#কলকাতা: এ রাজ্যের বিধানসভা ভোট রীতিমতো পর্যুদস্ত হতে হয়েছে BJP-কে। আর তারপর থেকেই দলে ভাঙন আটকাতে হিমশিম খাচ্ছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই মুকুল রায় (Mukul Roy) সহ চার বিজেপি বিধায়ক নাম লিখিয়েছেন TMC-তে। আলোড়ন ফেলে পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। মুকুলের পথ ধরেই তৃণমূলে ফিরে এসেছেন সব্যসাচী দত্ত। আরও বেশ কিছু BJP নেতার তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ফের বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
পুজোর আগেই যেখানে বিজেপির একঝাঁক নেতা চলে এসেছেন তৃণমূলে, সেখানে পুজোর পর গেরুয়া শিবিরে আরও বড় ভাঙনের পূর্বাভাস দিলেন ফিরহাদ। তিনি বলেন, 'বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। তাঁদের কবে, কীভাবে তৃণমূলে নেওয়া হবে, সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঠিক করবেন।' ফিরহাদ জানিয়েছেন, BJP-র অনেক নেতা'ই আবেদনপত্র জমা দিয়েছেন তাঁদের কাছে। সেই সব অ্যাপ্লিকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবে, কবে কাকে দলে নেওয়া হবে।
advertisement
বস্তুত এর আগেও বিজেপি-তে ভাঙন প্রসঙ্গে ফিরহাদ বলেছিলেন, ''যারা আমাদের দল ছেড়ে গিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে এসেছেন ইতিমধ্যেই। কিন্তু কয়েকদিন বাদে এমন একটা নাম বিজেপি থেকে আসবে, যা চিন্তা করতে পারবেন না। তৃণমূল থেকে যাওয়া নয়, বিজেপি থেকেই তিনি আসবেন তৃণমূল। এমনকী অনেক বিধায়কও লাইনে আছেন, আরও আসবেন।' কিন্তু কে সেই বিরাট নাম? ফিরহাদ অবশ্য জানিয়েছিলেন, ''আমি এখনই নাম বলছি না, তবে অপেক্ষা করুন।''
advertisement
advertisement
ফিরহাদের সেই দাবির পরও শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে, প্রকাশ্যে অন্তত ফিরহাদের দাবিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি। এবারও তাই। তবে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে তৃণমূল। তাতে অবশ্য গেরুয়া শিবিরে ঘর ভাঙার আশঙ্কা মিটছে না। আপাতত তাই বঙ্গ বিজেপি নেতারা তাকিয়ে আছেন পুজো শেষের দিকে। তারপরই কে কে তৃণমূলের দিকে পা বাড়ান, সেটাই এখন অপেক্ষা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: পুজোর পরই বড় ভাঙন? ফিরহাদের 'অ্যাপ্লিকেশন' মন্তব্যে তোলপাড় BJP-র অন্দরমহল!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement