New Parliament Committee: সংসদীয় কমিটিতে তৃণমূলের তাস জহর-সুস্মিতা, চমকের নাম শিশির ও দিব্যেন্দু অধিকারী!

Last Updated:

New Parliament Committee: তৃণমূল সাংসদ হিসেবেই সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা পেলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। যদিও তৃণমূল এখনও এ বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া দেয়নি।

শিশির -দিব্যেন্দুদের জায়গা তৃণমূল সাংসদ হিসেবে!
শিশির -দিব্যেন্দুদের জায়গা তৃণমূল সাংসদ হিসেবে!
#কলকাতা: শিশির অধিকারী (Sisir Adhikari) ও দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) কি এখনও তৃণমূলে রয়েছেন? দলের সঙ্গে ওই সাংসদের দূরত্ব এখন সর্বজনবিদীত। শিশিরের সাংসদ পদ নিয়ে তাঁর বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একাধিকবার চিঠি দিয়েছে তৃণমূল (TMC)। তবে, এখনও সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অপরদিকে, দূরত্ব বাড়লেও দিব্যেন্দু অধিকারীও এখনও খাতায়-কলমে তৃণমূলের সাংসদ। সেই সূত্রেই এবার তৃণমূল সাংসদ হিসেবেই সংসদীয় স্থায়ী কমিটিতে (New Parliament Committee) জায়গা পেলেন শিশির ও দিব্যেন্দু। যদিও তৃণমূল এখনও এ বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া দেয়নি। শিশির অধিকারীকে রাখা হয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের স্থায়ী কমিটিতে ও দিব্যেন্দু অধিকারীকে রাখা হয়েছে রসায়ন-সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে।  তবে, সদ্যই নির্বাচিত হওয়া তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar) ও সুস্মিতা দেবকেও (Sushmita Dev) রাখা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে।
প্রসঙ্গত, লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান আলোচনার ভিত্তিতে সংসদের স্থায়ী কমিটির পুনর্গঠন করেছেন। বিষয়টিতে গতি আনতে তৃণমূলের তরফেও বারবার আর্জি জানানো হয়েছিল। সেই সূত্রেই সংসদের স্থায়ী কমিটিগুলির মধ্যে খাদ্য, গণবণ্টন মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে থাকছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। ডেরেক ও ব্রায়েনকে পরিবহণ মন্ত্রক থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে আনা হয়েছে। যে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে বিতর্ক হয়েছে নানা সময়ে, সেই কমিটিতে জায়গা পেয়েছেন তৃণমূল নতুন রাজ্যসভার সাংসদ জহর সরকার। আরেক নতুন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জায়গা পেয়েছেন শিক্ষা ও ক্রীড়া মন্ত্রকের স্থায়ী কমিটিতে। অপরিদকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হককে তথ্য-প্রযুক্তি মন্ত্রক থেকে সরিয়ে পরিবহণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে আনা হয়েছে।
advertisement
অপরদিকে, আগেও প্রতিরক্ষা মন্ত্রকের স্থায়ী কমিটিতে ছিলেন রাহুল গান্ধি। তাঁকে ওই কমিটিতেই রাখা হয়েছে। এদিকে, মন্ত্রিসভা থেকে বাদ গেলেও এবার রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকরদেরও সংসদীয় স্থায়ী কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটিতে রাখা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যে বিপুল ভাবে তৃতীয় বার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল। এবার তাঁর লক্ষ্য দিল্লি। তাই মুখ্যমন্ত্রী হলেও তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন ঘোষণা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাতবারের সাংসদ মমতা এবং তিনবারের মুখ্যমন্ত্রী। সুতরাং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা বিশাল। সেটা সংসদীয় হোক বা পরিষদীয়। সেই কারণেও দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সনও হয়েছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Parliament Committee: সংসদীয় কমিটিতে তৃণমূলের তাস জহর-সুস্মিতা, চমকের নাম শিশির ও দিব্যেন্দু অধিকারী!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement