West Bengal Weather | Durga Puja 2021: আজই তৈরি হচ্ছে নিম্নচাপ! পুজোয় কবে বৃষ্টি, কবে নয়? জানিয়ে দিল হাওয়া অফিস!
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Weather | Durga Puja 2021: দক্ষিণবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার...চতুর্থী থেকে সপ্তমী পরিষ্কার আকাশ । বৃষ্টির সম্ভাবনা কম। দুর্গাপুজোর সময় আবহাওয়ার পূর্বভাস জানিয়ে দিল হাওয়া অফিস। (তথ্য: বিশ্বজিৎ সাহা)
দুদিনে বর্ষা-বিদায় শুরু হবে বাংলায়। পঞ্চমীর সকালে সামান্য বৃষ্টি হলেও পরে পরিষ্কার আকাশ থাকবে। সপ্তমী পর্যন্ত পরিষ্কার আকাশ থাকায় কমবে বৃষ্টি। অষ্টমী পুজোর দিন থেকে দক্ষিণবঙ্গে অবশ্য বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে সপ্তাহান্তে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু হবে বাংলায়। ঝাড়খন্ড বিহার এর কিছু অংশ শনিবারই বর্ষা বিদায় শুরু হয়েছে। বাংলা ওড়িশা মহারাষ্ট্রীয় আগামী দু'দিনের মধ্যে বর্ষা বিদায় শুরু হবে।
advertisement
উত্তর-পশ্চিম ভারত থেকে দেরিতে বর্ষা-বিদায় পর্ব শুরু হলেও দ্রুত বর্ষ বিদায় নিচ্ছে দেশ থেকে। মৌসুমী বায়ুর বিদায় রেখা বা উইথড্রল লাইন মোতিহারি গয়া ডালটনগঞ্জ অম্বিকাপুর ইন্দোর পোরবন্দর এর উপর অবস্থিত। পরিস্থিতি অনুকূল মৌসুমী বায়ুর বিদায় রেখা বিস্তৃত হওয়ার। আগামী দু-তিন দিনে গুজরাটের আরো কিছু অংশ, রাজস্থানের বেশিরভাগ অংশ এবং উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝারখন্ড বিহার থেকে আংশিকভাবে মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করেছে।
advertisement
advertisement
আজ সকালে কলকাতা শহর সংলগ্ন দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও বেলা থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বাংলার পশ্চিমাংশে বর্ষা-বিদায় পর্ব শুরু হওয়ার পরিস্থিতি। সেই কারণেই শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। পুজোয় পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ সকালে এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১-ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।
advertisement
পুজোয় আবহাওয়া: দক্ষিণবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার...চতুর্থী থেকে সপ্তমী পরিষ্কার আকাশ । বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। বুধবার থেকে শুক্রবার... অষ্টমী থেকে দশমী। কলকাতা , উত্তর ও দক্ষিণ 24 পরগনা , পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি। সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
উত্তরবঙ্গে পঞ্চমী থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। মৌসুমী বায়ু বিদায় নেওয়ায় শুষ্ক আবহাওয়ার তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। আগামী কয়েকদিন কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র অন্ধ্র প্রদেশ তামিলনাডু পন্ডিচেরি কর্ণাটক ও কেরালাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে । সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।