: এবার দুর্গা পুজোয় দুই মা! পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর অভিনব থিম চোখ টানবে সকলের
- Published by:Debalina Datta
- Reported by:Sudipta Sen
Last Updated:
Durga Puja New Theme: বাংলা নিয়ে ও বাঙালিদের নিয়ে যখন বিজেপি শাসিত রাজ্যে অপমান ও বন্দি করে রাখার কথা উঠে আসছে তখন রাজ্যের শাসক দল সরব হয়েছে বাংলা অস্মিতাকে নিয়ে৷ বীরভূম থেকে শুরু হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলন।
কলকাতা: কলকাতার দূর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজো। এ বছর পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর ৮৬ তম বর্ষের পুজো। রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে হল পুজোর সূচনা। এ বছর তাদের থিম বাংলা ভাষা। বাংলা ভাষার ঐতিহ্য, গরিমা, ও পাথুরিয়াঘাটার ছাপাখানা ইতিহাস নিয়েই তৈরী হবে পুজোর থিম।
সাম্প্রতিক সময়ের কথা ভেবেই বাংলার পুজোতে বাংলার থিমের (Durga Puja New Theme) কথা ভেবেছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী, জানালেন এই পুজোর সভাপতি তথা ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা। বাংলা আমার মা। এই বক্তব্যকে সামনে রেখেই পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজোর সূচনায় বাংলা নিয়ে আওয়াজ তুললেন পুজো উদ্যোক্তারা। এবার পুজোতে ভাষার অস্ত্রে শান দিচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর মহিলা বাহিনী।
advertisement
advertisement
কাউন্সিলর তথা পুজো উদ্যোক্তা ইলোরা সাহার নেতৃত্বে নোটিশ দেওয়া হচ্ছে বাংলাতেই ভাব বিনিময় করতে হবে। বাঙালি খাদ্যাভ্যাস পোশাক সংস্কৃতির সম্মানহানি বরদাস্ত করবে না কমিটি। বাংলা আমার মা। বাংলা বিদ্বেষ চলবে না। বিজ্ঞপ্তি দিয়ে বাঙালির প্রিয় তেলেভাজা মুড়ি বিতরণ করে পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লীর পুজো সূচনা হল রবিবার। ঢাকের আওয়াজ, শাড়ি, পাঞ্জাবি সবই দেখা মিলল এই খুঁটি পুজোতে।
advertisement
খুঁটি পুজোর মাধ্যমে আজ থেকেই এবারের পুজোর সূচনা হয়ে গেল বলেই জানাচ্ছেন ইলোরা সাহা। পাথুরিয়াঘাটা পাঁচেরপল্লী পুজো এবার ৮৬ তম বর্ষে পা দিল , পুজোর থিম ‘এই শহর ,সেই সময়’। সেই সময় মানেই পুরনো ইতিহাস পাথুরিয়াঘাটার। সভাপতি ইলোরা সাহার ইঙ্গিত , পাথুরিয়াঘাটার এবারের থিমে থাকবে বাংলা ও বাংলা সংস্কৃতি এমনকি একসময় এখানেই ঘরে উঠেছিল ছাপাখানা ও প্রকাশনা শিল্পের কেন্দ্র৷ এবার থিমে সেই ছাপাখানাও তুলে ধরে হবে দর্শকদের জন্য।
advertisement
বাংলা নিয়ে ও বাঙালিদের নিয়ে যখন বিজেপি শাসিত রাজ্যে অপমান ও বন্দি করে রাখার কথা উঠে আসছে তখন রাজ্যের শাসক দল সরব হয়েছে বাংলা অস্মিতাকে নিয়ে৷ বীরভূম থেকে শুরু হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলন। আর এবার পুজোর থিমেই বাংলার অস্মিতাকে তুলে ধরতে চাইছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী।
Sudipta Sen
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 8:53 AM IST

