Bihar Assembly Election 2025: ভোটমুখি বিহারে আজ একই দিনে মোদি, শাহ, নাড্ডা, শক্ত ঘাটি থেকেই প্রচার শুরু প্রধানমন্ত্রীর

Last Updated:

দীপাবলির উৎসব উপলক্ষে বিহারে গত কয়েক দিন হেভিওয়েট প্রার্থীদের দিয়ে প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। ভাইফোঁটা শেষ হতেই তাই ফের এক বার বিহার জুড়ে প্রচারে নামতে চলেছেন মোদি-অমিত শাহেরা।

শক্ত ঘাটি থেকেই প্রচার শুরু প্রধানমন্ত্রীর (File Photo)
শক্ত ঘাটি থেকেই প্রচার শুরু প্রধানমন্ত্রীর (File Photo)
পটনা: ভোটমুখি বিহারে আজ একই দিনে মোদি, শাহ, নাড্ডা। এনডিএর প্রচারে ত্রিফলা অস্ত্রে শান বিজেপির। বিহার নির্বাচনে বিরোধীদের গাঁথতে কী সুর বাঁধেন এই তিনে এখন সেটাই দেখার।
বিহারে আজ প্রথম নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। সমস্তিপুরে বিহারের প্রাক্তণ মুখ‍্যমন্ত্রী করপুরী ঠাকুরের জন্মস্থানকে প্রথম প্রচারের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন মোদি। ভারতরত্ন করপুরী ঠাকুর, বিহারে বিশেষভাবে সমাদৃত তাঁর সামাজিক সংস্কার এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ‍্যে তাঁর কাজের জন‍্য। ফলে করপুরী ঠাকুরের জন্মস্থানকে বেছে নেওয়ার পিছনে যে নির্বাচনে এনডিএ-র প্রচারের বড় কৌশল লুকিয়ে রয়েছে তা নিয়ে দ্বিধা নেই কোনও পক্ষে। আজ, শুক্রবার ১২.১৫ মিনিট নাগাদ সেখানে বক্তব‍্য রাখার পর বেগুসরাইতে এক জনসভায় বক্তব‍্য রাখার কথা মোদির।
advertisement
advertisement
অন‍্যদিকে অমিত শাহ সভা করতে চলেছেন বক্সার এবং সিওয়ানে। এর পাশাপাশি বিহারের বৈশালির হাজিপুর এলাকায় বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২৪ অক্টোবরের সমাবেশগুলি বিহার নির্বাচনের গতিপথ নির্ধারণ করতে পারে। একদিকে এনডিএ তার ‘ডবল ইঞ্জিন উন্নয়ন মডেল’ জনগণের সামনে তুলে ধরবে, অন্যদিকে বিরোধীরা বেকারত্ব এবং বৈষম্যের মতো বিষয়গুলিতে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করবে। আগামী কয়েকদিন ঠিক করে দেবে বিহারের মানুষ কার ডাকে সাড়া দেয় – ‘মোদির উন্নয়ন সমাবেশ’ নাকি ‘তেজস্বীর অধিকার যাত্রা’।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Bihar Assembly Election 2025: ভোটমুখি বিহারে আজ একই দিনে মোদি, শাহ, নাড্ডা, শক্ত ঘাটি থেকেই প্রচার শুরু প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement