Home /News /kolkata /
নবমী, উৎসবের শেষবেলায় মন্ডপে মন্ডপে জনজোয়ার

নবমী, উৎসবের শেষবেলায় মন্ডপে মন্ডপে জনজোয়ার

সন্তোষ মিত্র স্কোয়ারে নবমীর ভিড়

সন্তোষ মিত্র স্কোয়ারে নবমীর ভিড়

বাঙালির কাছে দুর্গা ঘরের মেয়ে। চারদিন বাপেরবাড়িতে থেকে দশমীতে বিদায়ের পালা। ফের বছরভর অপেক্ষা। নবমী মানেই তাই মন খারাপের শুরু।

 • Share this:

  #কলকাতা: শারদোৎসবের শেষ লগ্নে বাঙালি। সকাল থেকে উৎসবের সবটুকু আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। বাঙালির কাছে দুর্গা ঘরের মেয়ে। চারদিন বাপেরবাড়িতে থেকে দশমীতে বিদায়ের পালা। ফের বছরভর অপেক্ষা। নবমী মানেই তাই মন খারাপের শুরু। শহর থেকে জেলা। তড়িঘড়ি শেষবেলায় কুড়িয়ে নেওয়া সবটুকু আনন্দ। মন্ডপে মন্ডপে জনজোয়ার ৷

  আজ সোমবার শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন, মহানবমী। নানা আচারের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। বনেদি বাড়িগুলিতে প্রথা মেনে চলছে বিশেষ পুজো। চালকুমড়ো বলির পাশাপাশি হবে যজ্ঞও ৷

  চোখে এখনও উত্‍সবের রেশ ৷  আজই তো আনন্দের শেষ দিন ৷ তারপরেই তো আবার ফের ফেরা সেই একঘেয়ে জীবনে ৷ আজ যে মহানবমী ৷ সকালবেলার রোদ্দুরটাও কেমন যেন  মন খারাপের গোধূলির ৷ অষ্টমীতে সবাই ছিল রাতজাগা তারা ৷ প্যান্ডেলের গায়ে, আলোর মালায়, সন্ধিপুজোয়, সঙ্গিনীর হাতে আলতো চাপে, ফুচকার জলে, দুষ্টুমির ভেঁপুতে, আলতো-শিশির ঘাসেও কখন যে খেলা ভাঙার সুর বেজে গিয়েছে ৷ পাড়ার প্যান্ডেলে আজও রকবাজি চলছে ৷ সন্ধের উড়নচণ্ডী মন ফের তার হাত ধরে দেবে একছুট. বহুদিনপর একটা রি-ইউনিয়ন হবে ৷  রাত নামবে. আসবে নবমীর নিশি, সেটাই অমোঘ সত্য!অচিনপুরের হাওয়ায় হারাচ্ছে মন ৷ রাত পোহালেই ঘরে ফিরবেন উমা ৷ উদযাপনের শেষবেলায় তাই যত তোড়জোড় ৷ রাত ফুরোলেই যে ফের সাদামাটা একঘেয়ে জীবন ৷ তাই উৎসবের স্পিরিটটা আজ ধরেই রাখুন ৷ বালিগঞ্জের দুর্গা বাড়িতে সন্ধ্যে আরতি দেখা বা ম্যাডক্স স্কোয়ারে বন্ধু-আত্মীস্বজনদের সঙ্গে আড্ডা ৷ দেখে নিন আরও একবার ৷

  কাল বিজয়া দশমী। মঙ্গলবার সবজায়গায় হয়তো বিসর্জন হবে না ৷ কিন্তু সন্ধ্যা যতো গড়াবে ততোই মন খারাপের মাত্রা বাড়বে ৷  মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।

  First published:

  Tags: Durga Puja 2019, Durga Puja Celebration, Nabami, Puja 2019

  পরবর্তী খবর