Durga Puja Carnival: নিশ্চিন্তে কার্নিভাল দেখুন, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস-মেট্রো

Last Updated:

অতিরিক্ত মেট্রো, রেল চলাচল করবে আগামিকাল।

নিশ্চিন্তে কার্নিভাল দেখুন, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস-মেট্রো
নিশ্চিন্তে কার্নিভাল দেখুন, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস-মেট্রো
আবীর ঘোষাল, কলকাতা: পঞ্জিকা মতে পুজো মিটলেও থেকে যায় ঠাকুর দেখার সুযোগ। আগামিকাল, কলকাতার রেড রোডে ফের মিলবে প্রায় শতাধিক ঠাকুর দেখার সুযোগ। পাশাপাশি বর্ণাঢ্য কার্নিভাল দেখার সুযোগ মিলবে শহরের রাজপথে ৷ আর এই শোভাযাত্রা দেখার জন্য প্রায় ১৮ হাজার আসনের গ্যালারি বানানো হয়েছে ৷ যেখানে বসে এই মেগা কার্নিভাল দেখা যাবে। তবে যে বা যারা এই শোভাযাত্রা দেখতে আসবেন তাদের যাতায়াতের যাতে অসুবিধা না হয়. তাই মধ্যরাত পর্যন্ত চলবে গণ পরিবহণ।
আগামিকাল, শুক্রবার সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। ওই দিন সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। তবে, দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ার সময়সূচি বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।
advertisement
advertisement
একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টা ১০ মিনিটে। প্রায় মাঝরাত অতিক্রম করে মেট্রো পরিষেবা চালু থাকবে ওই দিন। এ ছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সহ অন্যান্য পরিষেবাও চালু থাকবে বলে সূত্রের খবর। যে সংখ্যক সরকারি বাস চলে তার পাশাপাশি অতিরিক্ত সরকারি বাস চলাচল করবে। এর মধ্যে, ২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। ২ টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে।
advertisement
২ টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে। হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস। একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত। দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে। ২টো  ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে। এস-১০ নম্বরের ২টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত। ১’টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে। আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২টো  এসি-৫২ বাস চালু থাকবে ওই সময়ে। এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টো এসি-৫ বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১টা ই-৪ বাস চালানো হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Carnival: নিশ্চিন্তে কার্নিভাল দেখুন, মধ্যরাত পর্যন্ত মিলবে বাস-মেট্রো
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement