Durga Puja Award List: সেরার সেরা পুজো কোনটি...? সেরা মণ্ডপ পেল কারা...? ঘোষিত হল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’! দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Durga Puja Award List: বিশ্ববাংলা সেরা পুজোর তালিকায় সেরার সেরা, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব পুজো-সহ একাধিক ক্যাটাগরিতে রাজ্য সরকারের তরফে বিশ্ববাংলা পুজোর স্বীকৃতি দেওয়া হল।
কলকাতা: ষষ্ঠীর বিকেলে প্রকাশিত হল রাজ্য সরকারের দুর্গাপূজার সেরা সম্মান৷ সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হল ‘বিশ্ববাংলা শারদ সম্মানে’র তালিকার। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ দমদম বরানগর বিধান নগর হাওড়া কর্পোরেশনের অধীনে একগুচ্ছ পুজো কমিটিকে দেওয়া হল বিশ্ব বাংলা শারদ সম্মান। এদিন তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে।
মূলত সেরার সেরা ,সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং এই ক্যাটেগরিগুলিতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
সেরা পুজোর তালিকা ঘোষণা করে ইন্দ্রনীল সেন এদিন বলেন, “বিগত বছরের তুলনায় বেশি মানুষ এবার উৎসবে শামিল হয়েছেন। মহালয়ার দিন থেকে মানুষ রাস্তায় নেমে পড়েছেন৷ এবারও কার্নিভাল হবে৷ সেই কার্নিভালের জন্য বিপুল চাহিদা। প্রচুর বিদেশীর আগমন হয় পুজোকে চাক্ষুস করতে। এবারও তার অন্যথা হয়নি। তাই সবাই ভাল করে পুজো কাটান। এবারের পুজো স্মরণীয় হয়ে থাকুক৷ আলোকিত হোক এই পুজো।”
advertisement
এদিন বিশ্ববাংলা সেরা পুজোর তালিকায় সেরার সেরা, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব পুজো-সহ একাধিক ক্যাটাগরিতে রাজ্য সরকারের তরফে বিশ্ববাংলা পুজোর স্বীকৃতি দেওয়া হল।
সেরার সেরা পুজোর তালিকায় স্থান পেয়েছে ৩২ টি পুজো। শীর্ষে রয়েছে ত্রিধারা অকালবোধন। দ্বিতীয় স্থানে টালা প্রত্যয় ও তৃতীয় স্থানে করেছে সুরুচি সংঘ। এছাড়াও একগুচ্ছ পুজো কমিটি ভূষিত হয়েছে এই বিশেষ পুরস্কারে।
advertisement
সেরা সাবেকি পুজোর খেতাব পেয়েছে বাগবাজার সার্বজনীন। একডালিয়া এভারগ্রীন পেয়েছে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে আছে সিংহী পার্কের পুজো।
সেরা মণ্ডপের শিরোপা পেয়েছে কালীঘাট মিলন সংঘ। চতুর্থ স্থানে দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি। সেরা প্রতিমা মহম্মদ আলি পার্ক।
এছাড়া বিশেষ সম্মান বা পুরষ্কার দেওয়া হয়েছে শ্রীরাধা বন্দোপাধ্যায়কে। তাঁর গানের জন্য বিশেষ পুরষ্কার দেওয়া হয়েছে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর পুজোর গানের গীতিকার ও সুরকার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 6:25 PM IST