Durga Puja 2025: হাতিবাগান সর্বজনীন দিয়ে শুরু..তারপর টালা প্রত্যয়, শ্রীভূমি! কলকাতায় আজ থেকেই পুজো উদ্বোধনে মমতা
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এরপর তিনি যেতে পারেন দক্ষিণের ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লির পুজো উদ্বোধনে। এখনও পর্যন্ত ঠিক আছে ৯৫ পল্লি থেকে ভার্চুয়ালি তিনি নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করতে পারেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে। প্রতি বছরই এই পুজোর উদ্বোধনের সঙ্গে মায়ের চোখ আঁকেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: আজ, শনিবার থেকে পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ শহরের তিনটি বড় পুজোর উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। বিকেলে উত্তরের হাতিবাগান সর্বজনীন। তারপর টালা প্রত্যয় এবং শেষে মন্ত্রী সুজিত বসুর পুজো বলে খ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন রয়েছে। আগামী কাল, রবিবার মহালয়ার দিনও একগুচ্ছ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে নজরুল মঞ্চে দলীয় মুখপত্র জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর তিনি যেতে পারেন দক্ষিণের ৯৫ পল্লি, যোধপুর পার্ক, বাবুবাগান, সেলিমপুর পল্লির পুজো উদ্বোধনে। এখনও পর্যন্ত ঠিক আছে ৯৫ পল্লি থেকে ভার্চুয়ালি তিনি নাকতলা উদয়ন সংঘের পুজো উদ্বোধন করতে পারেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী যাবেন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে। প্রতি বছরই এই পুজোর উদ্বোধনের সঙ্গে মায়ের চোখ আঁকেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এই চেতলার পুজো মণ্ডপ থেকেই ভার্চুয়ালি জেলার বেশ কিছু পুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর। গত কয়েক বছর ধরেই এই ভাবেই রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। শনিবার বিকেল থেকেই শুরু হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর টানা চারদিনের পুজো উদ্বোধন যাত্রা। একের পর এক শহরের নামজাদা মণ্ডপে প্রদীপ জ্বালিয়ে দুর্গোৎসবের সূচনা করবেন তিনি।
advertisement
বিকেলে হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনের মধ্যে দিয়েই রাজ্যে শুরু হচ্ছে এ বছরের শারদোৎসব। নজরকাড়া আলোকসজ্জা ও থিমের জন্য প্রতি বছর শ্রীভূমির আলাদা খ্যাতি রয়েছে । এই উদ্বোধন ঘিরেই জমে উঠবে শহরের পুজোর আবহ।
advertisement
আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, মহালয়ার দিনে মেঘলা আকাশের পাশাপাশি দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দেওয়ার ফলে দর্শনার্থীরা আগেভাগেই ঠাকুর দেখা শুরু করতে পারবেন । আর দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ এবার চালু করছে বিশেষ হেল্পলাইন নম্বর, যা কার্যকর থাকবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 20, 2025 11:49 AM IST

