Durga Puja 2022: হেরিটেজ দুর্গাপুজোর শোভাযাত্রা দেখতে কলকাতায় আসছেন প্রতিনিধিরা, রাজ্যকে চিঠি UNESCO-র
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
UNESCO to Attend Pre Durga Puja Procession: প্রাক পুজো শোভাযাত্রার বিশেষ আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই বিশেষ শোভাযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরা
#কলকাতা: দুর্গাপুজোর তারিখ গোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাঙালির উৎসব অপেক্ষাকে আরও একটু মধুর, আরও একটু বিশেষ করে তুলল ইউনেস্কোর তরফে রাজ্যকে পাঠানো চিঠি। এবছর প্রাক পুজো শোভাযাত্রার বিশেষ আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই বিশেষ শোভাযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরা! রাজ্যের পাঠানো আমন্ত্রণের প্রাপ্তি স্বীকার করেছে UNESCO। আগামী ১ সেপ্টেম্বর পুজোর মিছিলে হাজির থাকবেন তাদের দুই প্রতিনিধি। উল্লেখ্য, কলকাতার পুজোকে ইতিমধ্যেই হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো।
রাজ্যকে উত্তরে লেখা চিঠিতে ইউনেস্কোর পরিচালক ও প্রতিনিধি এরিক ফল্ট জানিয়েছেন, তিনি এবং ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের কনভেনশনের সচিব টিম কার্টিস আগামী ১ সেপ্টেম্বর কলকাতায় প্রাক পুজো শোভাযাত্রায় অংশ নেবেন। বাংলার এই ঐতিহ্যের অংশ ও সাক্ষী হওয়ার সুযোগ হারাতে চান না তাঁরা।
advertisement
advertisement
ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফ্রান্সের প্যারিসে আয়োজিত ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’কে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান দেওয়া হয়েছে।
কলকাতার শারদোৎসবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগী হয়ে রাজ্য সরকার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে আবেদন পাঠিয়েছিল রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিভাগে। সেই আবেদনের মূল্যায়ন করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেই বিচারেই ‘হেরিটেজ’ তকমা পায় দুর্গোৎসব। ২০১৭ সালে কুম্ভমেলাকে এই ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2022 7:25 PM IST