Durga Bharat Samman: 'দুর্গা ভারত সম্মান' দেবেন রাজ্যপাল, কারা কারা পাবেন এই স্বীকৃতি? দেখুন তালিকা...
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Durga Bharat Samman: বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষকে এই সম্মান জানাবেন রাজ্যপাল।
কলকাতা: কলকাতার দুর্গা উৎসবকে সম্প্রতি বিশেষ স্বীকৃতি দিয়েছে ‘ইউনেস্কো’। এবার সেই দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সম্মান চালু করলেন রাজ্যপাল। রাজভবন থেকে দেওয়া হবে ‘দুর্গা ভারত সম্মান।’ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবন থেকে ইতিমধ্যেই মনোনয়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোন ব্যক্তি বিশেষ বা নাগরিক সমাজ বা কোন প্রতিষ্ঠান রাজভবনের এই সম্মাননার জন্য মনোনয়ন করতে পারেন। মনোনয়ন পাঠানো শেষ দিন ৩০ সেপ্টেম্বর। শিক্ষা, সাহিত্য, শিল্প, সামাজিক কাজকর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, গবেষণা,ক্রীড়া, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিল সার্ভিস, বাণিজ্য, চিকিৎসা-সহ অন্যান্য অনেক ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হবে রাজভবনের তরফে।
advertisement
advertisement
দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিকাশে বিশেষ উদ্যোগকে সম্মানিত করবেন রাজ্যপাল। দূর্গা ভারত সম্মানে বিভিন্ন ধরনের সম্মাননার ব্যবস্থাও রাখা হয়েছে। দুর্গা ভারত পরম সম্মান, দুর্গা ভারত সম্মান ও দুর্গা ভারত পুরস্কার এই তিন ধরনের সম্মাননার ব্যবস্থা করেছে রাজভবন।
advertisement
পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে এক লক্ষ,পঞ্চাশ হাজার ও ২৫ হাজার টাকা করে। প্রসঙ্গত দুর্গাপুজোর জন্য বাংলার বিভিন্ন দুর্গাপুজোর আয়োজকদের বিশেষ সম্মান দিয়ে থাকে রাজ্য সরকার। মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা বিভিন্ন ক্যাটাগরিতে দুর্গাপুজোর আয়োজকদের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেয় রাজ্য সরকার। আর এবার দুর্গাপুজোর মরশুমে ‘দুর্গা ভারত সম্মান’ জানাবেন রাজ্যপাল।
advertisement
প্রসঙ্গত এর আগেও একাধিক সেল চালু করেছে রাজ্যপাল রাজভবনে। কখনও ছাত্রছাত্রীদের অভিযোগ জানানোর জন্য ‘আমনে সামনে’ পদক্ষেপ, আবার কখনও গ্রিভেন্স সেল ও চালু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমেরিকা সফরে যাওয়ার কথা থাকলেও ডেঙ্গি পরিস্থিতি এবং রাজ্যের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে সেই সফর বাতিল করেছিলেন রাজ্যপাল। আর এবার দুর্গাপুজোকে মাথায় রেখে এই বিশেষ সম্মান রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 2:06 PM IST