West Bengal Municipal Elections: বিধায়ক হয়েও পুরভোটে প্রার্থী! তৃণমূলের তালিকায় একমাত্র ব্যতিক্রম দুলাল দাস

Last Updated:

দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও বিধায়ক প্রার্থী হবেন না (West Bengal Municipal Elections)।

বিধায়ক হয়েও পুরভোটে প্রার্থী মহেশতলার দুলাল দাস৷
বিধায়ক হয়েও পুরভোটে প্রার্থী মহেশতলার দুলাল দাস৷
#কলকাতা: পুরভোটে বিধায়কদের টিকিট দেওয়া হবে না (TMC Candidate List)। দলীয় প্রার্থী তালিকায় যদিও ব্যতিক্রমী হিসাবে থেকে গেলেন দুলাল দাস। মহেশতলার বিধায়ক এখনও পর্যন্ত দলীয় তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন ((West Bengal Municipal Elections 2022)।
যদিও প্রার্থী তালিকায় নাম থাকা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন সরে দাঁড়িয়েছেন। চাঁপদানির বিধায়কের নামও ছিল বৈদ্যবাটি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকায়। সূত্রের খবর, দলের এক শীর্ষ নেতৃত্বের কথায়, শেষ পর্যন্ত দলের নির্দেশ মেনে তিনি সরে দাঁড়ালেন। ফলে দুলাল ঘোষ ব্যতিক্রমী হিসাবেই তিনি থেকে যেতে চলেছেন বলে সূত্রের খবর।
advertisement
advertisement
গত শুক্রবার দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, কোনও বিধায়ক প্রার্থী হবেন না। কার্যত এক ব্যক্তি, এক পদ নীতি প্রযোজ্য হচ্ছিল এই ক্ষেত্রে। এ ছাড়া একই পরিবারের অনেকে যাতে প্রার্থী না হন সেটিও জানানো হয়েছিল। তবে বেশ কতগুলি জায়গায় একই পরিবারের একাধিক সদস্যের নাম আছে প্রার্থী তালিকায়।
advertisement
দুলাল বাবু দীর্ঘদিন ধরে মহেশতলার পুরসভার সঙ্গে জড়িত। তাঁর স্ত্রী কস্তুরি দাসের মৃত্যুর পরে, তিনি মহেশতলার বিধায়ক পদে দাঁড়িয়ে জিতে আসেন। দুলাল দাসের মেয়ে রত্না চট্টোপাধ্যায়ও কলকাতা পুরসভার কাউন্সিলর। একই সঙ্গে তিনি আবার বিধায়কও বটে। ফলে বাবা-মেয়ে দু'জনেই ব্যতিক্রমী।
advertisement
অন্যদিকে, হুগলি জেলায় একাধিক পুরসভায় এক পরিবার থেকে জোড়া প্রার্থী হয়েছেন। উত্তরপাড়া-কোতরং পুরসভার বিদায়ী পুরপ্রধান দিলীপ যাদব লড়াই করছেন ১২ ওয়ার্ড থেকে। তাঁর স্ত্রী প্রার্থী হয়েছেন ১৬ ওয়ার্ড থেকে। রিষড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান বিজয়সাগর মিশ্র লড়াই করছেন ৭ নম্বর ওয়ার্ড থেকে। তাঁর ভাই সুখসাগর মিশ্র লড়াই করছেন ১৮ নম্বর ওয়ার্ড থেকে।
advertisement
অন্যদিকে চাঁপদানি পুরসভার বিদায়ী পুরপ্রধান সুরেশ মিশ্র ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা মিশ্র দু' জনেই টিকিট পেয়েছেন। তারকেশ্বর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম কুন্ডু ও তার স্ত্রী কুহেলি কুন্ডু দু'জনেই টিকিট পেয়েছেন।তবে টিকিট পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক তপন দাশগুপ্তের ভাই গোবিন্দ দাশগুপ্ত। তিনি হুগলি-চুচুঁড়া পুরসভার কাউন্সিলর ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Elections: বিধায়ক হয়েও পুরভোটে প্রার্থী! তৃণমূলের তালিকায় একমাত্র ব্যতিক্রম দুলাল দাস
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement