Madan Mitra: পদ্ম না-পসন্দ, সোনাগাছিতে রক্ত দিয়ে এ কী করলেন মদন মিত্র! চমকে উঠলেন সকলে...

Last Updated:
Madan Mitra: সোনাগাছির যৌনপল্লীর সরস্বতী পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করলেন মদন মিত্র।
1/5
#কলকাতা: ফেসবুকে তাঁর জনপ্রিয়তা বড় বড় তারকার ঈর্ষার কারণ হতে পারে৷ এমনকী, তাঁকে নিয়ে জোড়া বায়োপিকও হচ্ছে৷ তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) কতটা রঙিন, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মদন মিত্রের রংয়ের ছ্বটা এতটাই, যে তা মুখ্যমন্ত্রীরও নজর এড়ায়নি। ভবানীপুরে বিধানসভা ভোটে চেতলার কর্মিসভায় হাল্কা মেজাজেই মদনকে 'কালারফুল ছেলে' বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এবার মদন মিত্র যা করলেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
#কলকাতা: ফেসবুকে তাঁর জনপ্রিয়তা বড় বড় তারকার ঈর্ষার কারণ হতে পারে৷ এমনকী, তাঁকে নিয়ে জোড়া বায়োপিকও হচ্ছে৷ তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) কতটা রঙিন, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। মদন মিত্রের রংয়ের ছ্বটা এতটাই, যে তা মুখ্যমন্ত্রীরও নজর এড়ায়নি। ভবানীপুরে বিধানসভা ভোটে চেতলার কর্মিসভায় হাল্কা মেজাজেই মদনকে 'কালারফুল ছেলে' বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, এবার মদন মিত্র যা করলেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
advertisement
2/5
সোনাগাছির যৌনপল্লীর সরস্বতী পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করলেন মদন মিত্র। কারণ পদ্ম দিয়ে পুজো পছন্দ নয় তাঁর। তাই নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী পুজো করলেন তিনি।
সোনাগাছির যৌনপল্লীর সরস্বতী পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করলেন মদন মিত্র। কারণ পদ্ম দিয়ে পুজো পছন্দ নয় তাঁর। তাই নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে সরস্বতী পুজো করলেন তিনি।
advertisement
3/5
বৃহস্পতিবার সোনাগাছিতে গিয়ে নিজের রক্ত ফুলে লাগিয়ে তা বীণাপাণির পায়ে নিবেদন করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সরস্বতীর কাছে মদন মিত্রের প্রার্থনা, "ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা।"
বৃহস্পতিবার সোনাগাছিতে গিয়ে নিজের রক্ত ফুলে লাগিয়ে তা বীণাপাণির পায়ে নিবেদন করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সরস্বতীর কাছে মদন মিত্রের প্রার্থনা, "ঘরে ঘরে পৌঁছে যাক বিদ্যা।"
advertisement
4/5
পুজো দিয়ে মদন মিত্র বলেন, সোনাগাছিতে যদি 'পাড়ায় শিক্ষালয়' হয়, তাহলে তিনি সেখানে শিক্ষাকতা করবেন। সোনাগাছির শিশুদের এক ঘন্টা করে পড়াবেন তিনি। স্বাভাবিক কারণেই তৃণমূল নেতার এই কথায় সাধুবাদ জানান সকলেই।
পুজো দিয়ে মদন মিত্র বলেন, সোনাগাছিতে যদি 'পাড়ায় শিক্ষালয়' হয়, তাহলে তিনি সেখানে শিক্ষাকতা করবেন। সোনাগাছির শিশুদের এক ঘন্টা করে পড়াবেন তিনি। স্বাভাবিক কারণেই তৃণমূল নেতার এই কথায় সাধুবাদ জানান সকলেই।
advertisement
5/5
প্রসঙ্গত, 'পদ্ম সম্মান' নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি পদ্মফুল ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছিলেন মদন মিত্র। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করে গেরুয়া শিবির। যদিও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলে গতকালও জানিয়ে দিয়েছেন 'দাদা'।
প্রসঙ্গত, 'পদ্ম সম্মান' নিয়ে বিতর্কের জেরে সম্প্রতি পদ্মফুল ছিঁড়ে প্রতিবাদ দেখিয়েছিলেন মদন মিত্র। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করে গেরুয়া শিবির। যদিও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলে গতকালও জানিয়ে দিয়েছেন 'দাদা'।
advertisement
advertisement
advertisement