আবারও মেট্রো সুড়ঙ্গে জল! অফিসটাইমে থমকে গেল মেট্রো! সংক্ষিপ্ত রুটে কোথা থেকে কোথায় চলছে মেট্রো?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ব্যস্ত দিনে ভূগর্ভে আবারও বিপত্তি! অফিসটাইমে মেট্রোর টানেলে ঢুকে গেল জল! আর তার জেরেই দীর্ঘ এক ঘন্টা ধরে বন্ধ থাকল মেট্রো পরিষেবা। নাকাল হতে হল অফিসযাত্রীদের।
কলকাতা: ব্যস্ত দিনে ভূগর্ভে আবারও বিপত্তি! অফিসটাইমে মেট্রোর টানেলে ঢুকে গেল জল! আর তার জেরেই দীর্ঘ এক ঘন্টা ধরে বন্ধ থাকল মেট্রো পরিষেবা। নাকাল হতে হল অফিসযাত্রীদের। শেষে পাম্প চালিয়ে বার করা হল জল। সকাল ১১টা ২০ থেকে বেলা প্রায় সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। আপাতত পরিষেবা স্বাভাবিক বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, নেতাজি ভবন থেকে যতীন দাস পার্ক মেট্রো লাইন পর্যন্ত জল জমে থাকায় বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এই গোটা সময়টাই দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালানো হয় মেট্রো। অন্যদিকে টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম অবধি মেট্রো চালানো হয়। মাঝের অংশে বন্ধ থাকে পরিষেবা।
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক
চলতি বছরে সুড়ঙ্গে জল ঢুকে একাধিকবার বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিশেষজ্ঞদের অনুমান, সুড়ঙ্গের যে এক্সপ্যানসন জয়েন্ট রয়েছে সেখানে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই হয়ত বারবার টানেলে জল ঢুকছে।
advertisement
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান পার্থ প্রতিম বিশ্বাস, জানিয়েছেন, কংক্রিটের স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারে কোথাও ফাটল রয়েছে কিনা সেটা মনিটরিং যথাযথ ভাবে হচ্ছে না। না হলে এইভাবে জল ঢুকত না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 2:15 PM IST