Road Accident: কালীপুজোর ভোরে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চা শ্রমিক বোঝাই ট্রাক্টর, আহত ২৫-৩০ জন

Last Updated:

Road Accident: এই ঘটনায় প্রায় ২৫-৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জন গুরুতর আহতকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ উৎসবের মরশুমে দুর্ঘটনা। কালীপুজোর দিন দুর্ঘটনার কবলে পড়ল চা শ্রমিক বোঝাই ট্রাক্টর। এই ঘটনায় প্রায় ২৫-৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে খবর। দার্জিলিংয়ের নকশালবাড়ি চা বাগানে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, এদিন ট্রাক্টরে চেপে চা পাতা তুলতে গিয়েছিলেন বেশ কয়েকজন চা শ্রমিক। এরপর দুর্ঘটনার কবলে পড়ে চা শ্রমিক বোঝাই সেই ট্রাক্টর। নকশালবাড়ি চা বাগানের ডিভিশন মোড়ে ঘটনাটি ঘটে। এই ঘটনার জেরে প্রায় ২৫-৩০ চা শ্রমিক জখম হন বলে খবর।
আরও পড়ুনঃ সিকিমে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? খুব সাবধান! জেনে নিন বড়সড় আপডেট
এদিন ভোরে খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকা থেকে ৫০ জন ঠিকা শ্রমিককে নিয়ে চা বাগানে ঢোকে একটি ট্রাক্টর। তবে ডিভিশন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই গাড়ি। দুর্ঘটনায় জখম চা শ্রমিকদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫ জন গুরুতর আহতকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
একদিকে রাজ্যজুড়ে দীপাবলির আমেজ। আলোর উৎসবে মেতে উঠেছেন বহু মানুষ। এই আবহে দুর্ঘটনার কবলে পড়ল চা শ্রমিক বোঝাই ট্রাক্টর। নকশালবাড়ি চা বাগানের এই ঘটনায় প্রায় ২০-৩০ জন চা শ্রমিক আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি বাগান কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: কালীপুজোর ভোরে বড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চা শ্রমিক বোঝাই ট্রাক্টর, আহত ২৫-৩০ জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement