BSNL Diwali Offer: BSNL-এর দীপাবলি ধামাকা! মাত্র ১ টাকায় প্রতিদিন ২ জিবি ডেটা-সহ আনলিমিটেড কল, আরও একগুচ্ছ অফার
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
BSNL Diwali Offer: BSNL তাদের নতুন গ্রাহকদের জন্য ‘দীপাবলি বোনানজা প্ল্যান’ ঘোষণা করেছে। এই অফারে মাত্র ১ টাকার বিনিময়ে ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং, ২ জিবি দৈনিক ডেটা এবং ফ্রি সিম পাওয়া যাবে।
advertisement
advertisement
advertisement
BSNL একটি নতুন সিম কার্ডও একেবারে বিনামূল্যে প্রদান করবে। কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এ. রবার্ট জে. এই অফারটি ঘোষণা করেছেন। রবি (এ. রবার্ট জে রবি) বলেন যে, "এই অফার গ্রাহকদের আমাদের দেশীয়ভাবে তৈরি 4G নেটওয়ার্কের অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিচ্ছে। আমরা নিশ্চিত যে আমাদের পরিষেবার মান এবং কভারেজ ৩০ দিন পরেও গ্রাহকদের ধরে রাখবে।"
advertisement
advertisement
advertisement
দেশীয় 4G নেটওয়ার্কের সঙ্গে আস্থা বৃদ্ধি পাবে: বিএসএনএলের এই অফারটি সস্তা ডেটার মধ্যেই কেবল সীমাবদ্ধ নয়; এটি ভারতে নির্মিত 4G নেটওয়ার্ক প্রচারেরও অংশ। কোম্পানিটি সম্প্রতি দেশ জুড়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত 4G অবকাঠামো চালু করা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী মাসগুলিতে বিএসএনএল ধীরে ধীরে 5G ট্রায়ালের দিকেও এগিয়ে যেতে পারে। সেটা হলে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না!









