স্বস্তি ফেরাল প্রাক বর্ষার বৃষ্টি, খুশির মেজাজ চিড়িয়াখানায়
Last Updated:
স্বস্তি ফেরাল প্রাক বর্ষার বৃষ্টি। টানা ক’দিন বন্দি থাকার পর এবার মুক্তি। দু’ফোঁটা বৃষ্টি গায়ে মাখতে খোলা আকাশের নিচে বাঘ-সিংহ থেকে রাজহাঁস।
#কলকাতা: স্বস্তি ফেরাল প্রাক বর্ষার বৃষ্টি। টানা ক’দিন বন্দি থাকার পর এবার মুক্তি। দু’ফোঁটা বৃষ্টি গায়ে মাখতে খোলা আকাশের নিচে বাঘ-সিংহ থেকে রাজহাঁস। দর্শকদের সেরা পাওনা ময়ূরের পেখম তুলে নাচ।
সকালের বৃষ্টি, স্বস্তি ফেরাল আলিপুর চিড়িয়াখানায়। টানা ক’দিনের গরমে নাজেহাল দশা চিড়িয়াখানার পশু-পাখিদের। চিড়িয়াখানার আলো আঁধারিতে দেখা মেলেনি ডোরাকাটার। ছায়ায় আয়েশে শুয়ে থাকতে দেখা যায়নি শেরু-উর্বষীদের। মার্মোসেফ থেকে রাজহাঁস। হাঁসফাঁস গরমে দেখা মেলেনি কারও। হতাশ হতে হয়েছে দর্শকদের।
পশু-পাখিদের স্বস্তি দিতে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ফ্যানের ব্যবস্থাও করেছিল। শুক্রবার সকালে হঠাৎ বৃষ্টি। নিমেশে গায়েব সব কষ্ট। বৃষ্টির ছোঁয়া পেতে খোলা আকাশের নিচে পাখিরা। জলকেলিতে ব্যস্ত রাজহাঁস। পেখম তুলে নাচছে ময়ূর। খুশির হাওয়া চিড়িয়াখানা জুড়ে। শুক্রবারের চিড়িয়াখানা নিজেকে উজার করে দিল দর্শকদের কাছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 01, 2018 5:47 PM IST










