Kolkata Metro Work: খিদিরপুরে জিআরপি লাইনিং এর ফাটলে মাথায় হাত পুরসভার, মেট্রোর কাজের জেরে নিকাশির নালায় ফাটল দাবি
- Published by:Debalina Datta
Last Updated:
কয়েক মাস আগেই নিকাশিনালায় জিআরপি লাইনিং করা হয়েছে খিদিরপুর এলাকায়। এবার মেট্রোর কাজে ফেটে গেল সেই জিআরপি লাইনিং।
#কলকাতা: মেট্রোর কাজের জেরে নিকাশির নালায় ফাটল। অভিযোগ কলকাতা পুরসভার। খিদিরপুরে জিআরপি লাইনিং এর ফাটলে মাথায় হাত পুরসভার। চিঠি দিয়ে ক্ষতিপূরণ দাবি করতে চলেছে পুরসভা।
জোকা বিবাদিবাগ মেট্রোর কাজের জেরে এবার খিদিরপুরের জালা লেনে নিকাশি পাইপ লাইনের জিআরপি লাইনিং ফেটে গেল বলেই দাবি পুরসভা সূত্রে। বড় অঙ্কের টাকার ক্ষতির আশঙ্কা কলকাতা পুরসভার নিকাশি বিভাগের। ক্ষতিপূরণ চেয়ে মেট্রো কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে নিকাশি বিভাগ বলেই খবর কলকাতা পুরসভা সূত্রে। তার আগে কলকাতা পৌরসভার নিকাশি বিভাগের ডিজির নির্দেশে আধিকারিকরা সেই কাজের ক্ষতির পরিমাণ নির্ধারণ করবেন। সেই এস্টিমেট পেলেই চিঠি পাঠানো হবে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের কাছে।
advertisement
advertisement
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রো বিপর্যয় দেখেছে বউবাজার। এখনো সেই রেশ কাটেনি। ধ্বসে পড়েছিল একের পর এক ১৮ টি বাড়ি। ঘর হারিয়েছিলেন প্রায় ২০০ র বেশি পরিবার। এবার বিপত্তি জোকা বিবাদিবাগ মেট্রোর কাজে। জোকা থেকে বিবাদীবাগ পর্যন্ত এই মেট্রো রেলের মোমিনপুর পর্যন্ত মাটির উপর দিয়ে এবং মোমিনপুর থেকে এসপ্লানের পর্যন্ত মাটির নিচ দিয়ে যাবে মেট্রোরেল। মোমিনপুর থেকে খিদিরপুর পর্যন্ত যে কাজ চলছে সেখানেই এই বিপত্তি ঘটেছে ।
advertisement
আরও পড়ুন - Weather Update: সকাল থেকেই তুমুল বৃষ্টি, সারাদিনে বারবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, রইল ওয়েদার আপডেট
কয়েক মাস আগেই নিকাশিনালায় জিআরপি লাইনিং করা হয়েছে খিদিরপুর এলাকায়। এবার মেট্রোর কাজে ফেটে গেল সেই জিআরপি লাইনিং। অন্তত এমনটাই মনে করছে পুরসভার নিকাশী বিভাগের আধিকারিকেরা। বর্ষার মরসুমে নিকাশির লাইনিং ফেটে যাওয়াতে সমস্যার মুখে পড়ার তীব্র আশঙ্কা করছে নিকাশি বিভাগ। তাই দ্রুত মেরামতির জন্য ক্ষতিপূরণ চেয়ে শীঘ্রই চিঠি পাঠাচ্ছে নিকাশি বিভাগ।
advertisement
সোমবার মেট্রোর কাজ চলাকালীন খিদিরপুর জালা লেনে নিকাশি লাইনে জিআরপি লাইন ফেটে চুরমার হয়ে যায়। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানান, কিছু মাস আগে ওই নিকাশিনালার জিআরপি লাইনিং করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে লাইনিং করতে হয়। মেট্রোর কাজে সেটি নষ্ট হয়ে গিয়েছে। মেট্রোর কাছে ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।
advertisement
BISWAJIT SAHA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 11:06 AM IST