দু'জন যাত্রী নিয়ে অটো চালালে, সংসার চলবে না চালকদের ! অটোতে মিটার বসানোর দাবি !
- Published by:Piya Banerjee
Last Updated:
অনেক আগে এই শহরেও অটোতে মিটার বসানো ছিল।হঠাৎ করে সেই মিটার উধাও হয়ে যায় শহর থেকে।
#কলকাতা: লকডাউন চারে কিছু নিয়ম শিথিল হয়েছে। বাসে কুড়ি জন যাত্রীর বেশি যেতে পারবেনা। অটো পেছনের সিটে দুই জন যাত্রী বসবে। অটো চালক এবং যাত্রীদের মধ্যে একটি আচ্ছাদন থাকবে ,যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। কলকাতার অটো, রুট পদ্ধতিতে চলে। তাই কলকাতার সমস্ত রুটে আজ সকাল থেকে শুরু হয়েছে অটো চলাচল। সকাল থেকেই দেখা গেল ,প্রতিটি অটো পেছনের আসনে দুজন করে যাত্রী নিয়ে ছুটছে। তবে ভাড়ার ক্ষেত্রে তারা ,চারজনের ভাড়া দু'জনের কাছ থেকেই তুলছে। দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করতে সাধারণ যাত্রীদের কোন অসুবিধা নেই বলে যাত্রীরা জানান। অটোচালকদের বক্তব্য এইভাবে অটো চালালে তাদের ক্ষতি হচ্ছে। তারা লাভের মুখ দেখছে না। দুজন করে যাত্রী নিয়ে যাচ্ছেন অটোচালকেরা। একদিকে লকডাউন ফলে যাত্রীর সংখ্যা অনেক কম। অটো বের করলেই মালিককে সারাদিন পরে টাকা দিতে হয়। সেই টাকাও তুলতে পারছে না চালকেরা।
বেশকিছু রয়েছেন, যাদের অটোর কিস্তি চলছে ব্যাংকে। টানা দু'মাস লকডাউন এর ফলে রোজগার একেবারে নেই। সেই অটোচালকদের যদি সমাজ সেবা করতে নামানো হয় ,তাহলে তাদের হাঁড়ি চড়বে কি করে? সেটাই প্রশ্ন অটো ইউনিয়ন গুলির। যে রুটের ভাড়া ছিল দশ টাকা ,সেটা হয়েছে কুড়ি টাকা। বেলেঘাটা আইডি হসপিটাল থেকে আর জি কর হাসপাতাল অবধি আগে ভাড়া ছিল ১৬ টাকা এখন সেই ভাড়া হয়েছে ২৫ টাকা।হিসাবটা বেশ মজার।শুরু থেকে শেষ অবধি যাত্রী সব সময় পাওয়া যায় না। বেশীর ভাগ যাত্রী,রাস্তার মধ্যে নামে।যার ফলে দ্বিগুণ ভাড়ার হিসাব থাকে না।যাত্রীর জন্য দীর্ঘ ক্ষণ বসে থাকতে হচ্ছে, অটো চালকদের।
advertisement
বেশ কিছু অটো চালক বলেই ফেললেন,বেশি দিন এই ভাবে অটো চালানো সম্ভব না।যদি অন্য রাজ্যের মত এই রাজ্যে অটোতে মিটার বসানো থাকত, তাহলে এই সমস্যা হত না।অটো রুট নির্দিষ্ট থাকত না। তাতে যাত্রীদের সঙ্গে বেশি ভাড়া নিয়ে কোন ঝামেলা হত না।এই লকডাউন চলা কালীন যাত্রীর সংখ্যা নিয়ে কোনও সমস্যা হত না।পাশে দাঁড়িয়ে থাকা অটো যাত্রীরাও বলেন,অটোতে মিটার বসানো খুব জরুরি।স্মৃতি টেনে কেউ বলেন, অনেক আগে এই শহরেও অটোতে মিটার বসানো ছিল।হঠাৎ করে সেই মিটার উধাও হয়ে যায় শহর থেকে। তার পর থেকেই অটো রিক্সার দৌরাত্ম বেড়ে যায়।রাস্তায় বাড়তে থাকে,বেআইনি অটো।
advertisement
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2020 12:00 AM IST