রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, ভেন্টিলেশনে রাজারহাটের যুবতী

Last Updated:

ফের কাঠগড়ায় সল্টলেকের বেসরকারি হাসপাতাল ৷ রোগীকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।

#সল্টলেক: ফের কাঠগড়ায় সল্টলেকের বেসরকারি হাসপাতাল ৷ রোগীকে অন্য গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন রাজারহাটের বছর একত্রিশের বৈশাখি সাহা । প্রশ্নের মুখে সল্টলেকের বেসরকারি হাসপাতাল কলম্বিয়া এশিয়া। প্রতিকার চেয়ে মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করল রোগীর পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর প্রয়োজন ছিল এ পজিটিভ রক্তের। অথচ দেওয়া হয় এবি পজিটিভ গ্রুপের রক্ত! যার জেরে অস্ত্রোপচারের পর থেকেই বৈশাখির অবস্থা সঙ্কটজনক। চরম গাফিলতির অভিযোগ সল্টলেকের বেসরকারি হাসপাতাল কলম্বিয়া এশিয়ার বিরুদ্ধে।
জানা গিয়েছে, ৫ জুন পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বৈশাখি ৷ ইউএসজি রিপোর্টে এক্টোপিক গ্রেগনেন্সি ধরা পড়ে তাঁর ৷ রাতেই জয়িতা রায় মিত্রর তত্ত্বাবধানে বৈশাখির অস্ত্রোপচার হয় ৷ অভিযোগ, অস্ত্রোপচারের পর রোগীকে অন্য গ্রুপের রক্ত দেওয়া হয় ৷ ৬ তারিখ সকাল থেকেই বৈশাখির অবস্থার অবনতি হতে থাকে। প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ শুরু হয় ৷ সারা দেহ হলুদ হয়ে যায় ৷ কিডনি ও ফুসফুসে সমস্যা দেখা দেয় ৷
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, সেইসময় বারবার অনুরোধ করলেও কোনও চিকিৎসকই রোগীকে দেখেননি। জয়িতা রায় মিত্রও ফোন কেটে দেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন জয়িতা রায় মিত্র। অবস্থা সঙ্কটজনক থাকায় ৭ জুন থেকে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে বৈশাখির। আর এক্ষেত্রে চিকিৎসার বিল নিয়েও হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
advertisement
হাসপাতালে ৫ লক্ষ টাকা বিল হয়েছে ৷ তারমধ্যে বৈশাখির পরিবার আড়াই লক্ষ টাকা মিটিয়ে দিয়েছে ৷ বাকি টাকা মেটানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ তবে কলম্বিয়া এশিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বিবৃতিতে বলেছে রোগীকে রক্ত দেওয়ার সময় জটিলতা থাকতে পারে। তবে তাঁর স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে। পরিবারের পাশে আছে হাসপাতাল ৷
advertisement
এদিকে, চিকিৎসায় গাফিলতি নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর দফতর ও স্বাস্থ্য কমিশনেও অভিযোগ জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, ভেন্টিলেশনে রাজারহাটের যুবতী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement