Santanu Sen: শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন সাসপেন্ড! ভুয়ো ডিগ্রি ব্যবহারের ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Santanu Sen: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিত্সার অভিযোগ। চিকিৎসক তথা তৃণমূল নেতা ডঃ শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল।
কলকাতা: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিত্সার অভিযোগ। চিকিৎসক তথা রাজনৈতিক নেতা ডঃ শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ২ বছরের জন্য সাসপেন্ড করল তাঁর চিকিত্সক হিসেবে রেজিস্ট্রেশন।
বৃহস্পতিবার ডঃ শান্তনু সেনকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু। তাই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।
advertisement
advertisement
দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে চিকিত্সক তথা তৃণমূল নেতা শান্তনু সেনের বিরুদ্ধে। এদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরেই ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেতুর কৃপায় ব্যাঙ্কে উপচে পড়বে টাকা
advertisement
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল’কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 5:27 PM IST