একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের ফলে শনিবার দুপুরে রাস্তার পার্শ্ববর্তী দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। 

+
হাওড়া

হাওড়া আমতা রোডের রাজাপুরে থার্মকল কারখানায় আগুন একইসঙ্গে সলপে আগুন

হাওড়া: শনিবার জোড়া অগ্নিকাণ্ড হাওড়ায়। জেলা জুড়ে যখন ছুটির মেজাজ, সবে ছন্দে ফিরছে মানুষের কাজকর্ম, তখনই শনিবার দুপুরে হাওড়া-আমতা রোডের রাজাপুর এবং শলপ পাকুরিয়া ব্রীজ সংলগ্ন স্থানে ঘটে গেল ধুন্ধুমার অগ্নিকাণ্ড।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হাওড়া – আমতা রোডের রাজাপুর এলাকার একটি থার্মোকল কারখানায় কাজ চলছিল। এমন সময় হঠাৎ অগ্নিকাণ্ড ঘটনা সামনে আসে। জানা যায় কারখানায় প্রচুর পরিমাণ দাহ্যপদার্থ মজুত থাকায় আগুন লাগা মাত্রই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  অন্যদিকে ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ পাকুরিয়া ব্রীজ সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী স্তূপে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে জানা যায়, ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে শনিবার দুপুরে রাস্তার পার্শ্ববর্তী দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
advertisement
হাওড়া – আমতা রোডের ডোমজুড় রাজাপুরে থার্মোকল কারখানায় আগুন লাগার ঘটনায় ভস্মীভূত ওই কারখানা। অন্যদিকে সলপ পাকুরিয়া ব্রীজ সংলগ্ন অগ্নিকাণ্ডে ইলেকট্রিক ট্রান্সফরমার ব্লাস্ট করে ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রিক ব্যবস্থা। জাতীয় সড়ক লাগোয়া আগুন পার্শ্ববর্তী কারখানায় যে কোনও মুহূর্তে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement