Bad Road : পুজোর মরশুমে বিপদ! ভেঙে গেল রাজ্য সড়কের কিছুটা অংশ, ঘুরপথে কলকাতাগামী বাস চলাচল
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
স্থানীয়দের বক্তব্য, বেশ পুরানো এই সেতু। এর উপর দিয়ে প্রতিদিন হাজারও হাজারও মানুষের যাতায়াত। ভারী গাড়ি থেকে ছোট গাড়ি এমনকি প্রতিদিন একাধিক বাস চলাচল করে এই পথ দিয়ে।
মোহনপুর, পশ্চিম মেদিনীপুর: বুধবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক বৃষ্টি হয়েছে জেলায়। ওড়িশায় নিম্নচাপের কারণে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মোহনপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। তবে এর মাঝেই ব্যাপক বৃষ্টিতে বিপদ। বাস চলাচলের রাস্তায় ধ্বস। স্বাভাবিকভাবে ঘুরপথে বিকল্প পথ ধরতে হচ্ছে সকলকে।
পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের শংকরআড়া ব্রিজ সংলগ্ন রাস্তায় ধ্বস নামে। স্বাভাবিকভাবে পুরানো ওই ব্রিজের উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে রাস্তা। স্বাভাবিকভাবে একদিকে দাঁতন দুই ব্লকের একাধিক গ্রাম অন্যদিকে মোহনপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগের মূল রাস্তা বন্ধ।
advertisement
advertisement
জেলায় ভারী বর্ষণের ফলে মোহনপুরে শংকরআড়া ব্রিজ সংলগ্ন রাস্তায় ধ্বস নামে। প্রশাসনের তরফ নিয়ে নির্দেশিকা জারি করে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। জানা গিয়েছে, দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুর থেকে মোহনপুর যাওয়ার এই রাজ্য সড়ক। এই পথ দিয়ে যাতায়াত করে মেদিনীপুর এমনকি কলকাতা গামী একাধিক বাস। তবে গুরুত্বপূর্ণ এই রাস্তায় এভাবে ধ্বস নামায় আতঙ্কিত সকলে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। পুজোর মরশুমে ঘুর পথে চালান হচ্ছে কলকাতা কিংবা মেদিনীপুরগামী বাস।
advertisement
স্থানীয়দের বক্তব্য, বেশ পুরানো এই সেতু। এর উপর দিয়ে প্রতিদিন হাজারও হাজারও মানুষের যাতায়াত। ভারী গাড়ি থেকে ছোট গাড়ি এমনকি প্রতিদিন একাধিক বাস চলাচল করে এই পথ দিয়ে। স্বাভাবিকভাবে ব্যাপক বৃষ্টিতে ভেঙে পড়েছে রাস্তার বেশ কিছুটা অংশ। প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। তবে কোনও মানুষ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে বেশ বিপদের সম্মুখীন হতে হবে সকলকে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবী তুলেছেন স্থানীয়রা। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের রাস্তায় দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
advertisement
প্রাথমিকভাবে ঘিরে দেওয়া হয়েছে রাস্তাটি। তবে ভারী বৃষ্টিতে একাধিক জায়গায় ওভারহেড গেট ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে পুজোর এই মরশুমে বেশ সমস্যায় সকলে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal
First Published :
Oct 04, 2025 6:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road : পুজোর মরশুমে বিপদ! ভেঙে গেল রাজ্য সড়কের কিছুটা অংশ, ঘুরপথে কলকাতাগামী বাস চলাচল








