Dilip Ghosh: 'সেটিং যে ছিল, তা স্পষ্ট', কোন প্রসঙ্গে এমন বললেন দিলীপ ঘোষ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: বিজেপি-র প্রচারে শাসক দল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলে আগেই সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ।
#কলকাতা: রাজ্যের চার পুরসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে পিছিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই চিঠিতে ভোটে পিছিয়ে দিলে আপত্তি নেই বলেও উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ কালে এ বিষয়ে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি।
এদিন তিনি বলেন, ''এখন ভোট করার যে পরিবেশ নেই, সেটা সবাই জানে। আমরাও চেয়েছিলাম ভোট যাতে পিছিয়ে যায়। দু-তিন বছর কেন ভোট করেনি সরকার। কমিশন আর সরকার যে সেটিং করেছিল, সেটা স্পষ্ট। এখন ভোট হলে কত লোক তো ভোট দিতেই যেতে পারতেন না। তাই আমরা চেয়েছিলাম এই পরিস্থিতিতে ভোট পিছোক।''
advertisement
বিজেপি-র প্রচারে শাসক দল তৃণমূল বাধা সৃষ্টি করছে বলে আগেই সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। এদিনও সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ''প্রচার করতে গেলেই কেস দিয়ে দিচ্ছে। আমার নামে সল্টলেকে, রাজারহাটে অভিযোগ দায়ের করছে। প্রতিদ্বন্দ্বি বলতে আমরাই আছি শাসক দলের বিরুদ্ধে। শাসক দল ভাবছে ওরা একাই আছে। গায়ের জোরে চেষ্টা করছে সব জিতে নিতে। নিজেদের মধ্যে আলাদা মত উঠে আসছে তাই।''
advertisement
advertisement
রাজ্যের পুরভোট পিছিয়ে যাওয়ার বিষয়ে শনিবারই নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিলীপবাবু। বলেছিলেন, ''জল খাবে, কিন্তু ঘোলা করে খাবে। ঘোলা জল কে খাবে তা তো আমরা সবাই জানি। মানুষের চিন্তা নেই সরকারের, রাজনীতি আর নির্বাচনের চিন্তা করছে এখন। আজকে আদালতের থাপ্পড় খেয়ে নির্বাচন পিছোতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গ এখন করোনাভাইরাসে এগিয়ে রয়েছে। কিন্তু সরকারের মাথায় এখন শুধুই ক্ষমতা দখলের চিন্তা। তাই নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে। আদালত পরিস্থিতি বুঝে নিয়েছে। সেই কারণেই এমন রায় দিয়েছে।''
advertisement
করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশ তথা রাজ্যে। এই পরিস্থিতিতে পুরসভার নির্বাচন পিছিয়ে দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে চার থেকে ছয় সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা তা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে বলেছিল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টার মধ্যে তা জানাতেও বলা হয়েছিল। ২২ জানুয়ারি চার পুরসভা—আসানসোল, চন্দননগর, বিধাননগর এবং শিলিগুড়িতে ভোটের দিন ঠিক হয়েছিল। কিন্তু তা পিছিয়ে গেল। আপাতত ঠিক হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি হবে ওই চার পুর নিগমের ভোট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2022 1:04 PM IST